Ceiling Fan Alert: সাবধান! তুমুল বিস্ফোরণে বোমার মতো ফাটবে সিলিং ফ্যান! আপনিও এই বিপজ্জনক ভুলটি করেছেন না তো?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ceiling Fan Alert: আপনার ফ্যানে এমন ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখুন আজ থেকেই।
advertisement
1/11

এ দেশে বেশিরভাগ বাড়িতেই সিলিং ফ্যান দেখা যায়। কারণ গরমে এটিই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি জিনিস। প্রতিটি ফ্যানকে সাধারণত রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
advertisement
2/11
পাশাপাশি আজকাল এমন সিলিং ফ্যান বাজারে এসেছে যা রিমোট কন্ট্রোল দিয়েও চালানো যায়।
advertisement
3/11
তবে আপনি যদি নিয়মিত সিলিং ফ্যান ব্যবহার করেন অথচ এটি নিয়ে অসাবধান হন, তাহলে খুব সাধারণ দেখতে এই যন্ত্রটিই কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রতীকী ছবি।
advertisement
4/11
এই সতর্কবার্তা শুনে অবাক হচ্ছেন? তবে অবাক হওয়ার আগে জেনে রাখুন, আপনারই অজান্তে করা কিছু ভুলের কারণে এমন ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা ঘটতে পারে আপনার বাড়িতে। প্রতীকী ছবি।
advertisement
5/11
বিশেষজ্ঞরা এই সতর্কতা জানিয়ে বলেন, বিপদ এড়াতে আসলে সিলিং ফ্যানের এমন বিস্ফোরণ কেন হয় এবং এর কারণ কী, সেটা প্রত্যেকের জানা জরুরি।
advertisement
6/11
এই বিষয়ে আপনার এখনও কোনও সম্যক জ্ঞান না থাকলে আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে জানিয়ে রাখি ঠিক কী কারণে সিলিং ফ্যানে বিস্ফোরণ হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
7/11
নাগাড়ে একটানা ফ্যান চালালে : অনেক সময় মানুষ সিলিং ফ্যানটি দীর্ঘক্ষণ চালু রেখে দেয়। নাগাড়ে ঘণ্টার পর ঘণ্টা এটি চলতে থাকে এবং ফুলস্পিডে ফ্যানটি ১৩ থেকে ১৪ ঘণ্টা ধরে চলতে থাকলে কিন্তু সমস্যা দেখা দেয়। প্রতীকী ছবি।
advertisement
8/11
কারণ এমন পরিস্থিতিতে ফ্যানটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং সময়মতো তা বন্ধ না করলে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যেতে পারে মুহূর্তের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
9/11
নিম্নমানের কনডেন্সার ব্যবহার প্রতিটি সিলিং ফ্যানে একটি কনডেন্সার দেখতে পাওয়া যায়, যা এটিকে সর্বোচ্চ গতিতে চালাতে সহায়ক হয়। কনডেন্সার যেকোনও সিলিং ফ্যানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি ছাড়া সিলিং ফ্যান প্রয়োজনীয় গতি পায় না। এই কনডেন্সারের কারণেও কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতীকী ছবি।
advertisement
10/11
অনেক সময় সঠিক তথ্যের অভাবে বা টাকা বাঁচানোর জন্য মানুষ বাজার থেকে ভুল কনডেন্সার কিনে নেয়, যেগুলি অনেক সময় ডুপ্লিকেট হয়ে থাকে। এরকম কনডেন্সারের ক্ষেত্রে ফ্যান কিছু সময়ের জন্য ঠিকঠাক কাজ করে। কিন্তু এরপরেই আচমকা এটি গরম হয়ে বিস্ফোরিত হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
11/11
আপনার ফ্যানে এমন ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখুন আজ থেকেই। এই কারণেই বিশেষজ্ঞরা সবসময় ভাল কোম্পানির কনডেন্সার ব্যবহার করার পরামর্শ দেন। যদিও এর জন্য একটু বেশি টাকা খরচ হয়। তবুও নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য ভাল মানের কন্ডেন্সার যুক্ত ফ্যান কেনাই বাঞ্ছনীয়। প্রতীকী ছবি।