TRENDING:

ATM: কার্ড না থাকলেও উঠবে টাকা! সাবধান, ফোনের উপর থাকছে নজর, আপনি সুরক্ষিত তো?

Last Updated:
ডেবিট কার্ড লাগবে না, ইউপিআই অ্যাপ থাকলেই এটিএম থেকে তুলতে পারবেন টাকা, কীভাবে দেখুন
advertisement
1/6
কার্ড না থাকলেও উঠবে টাকা! সাবধান, ফোনের উপর থাকছে নজর, আপনি সুরক্ষিত তো?
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় গেমচেঞ্জার হয়ে উঠেছে ইউপিআই। এর ব্যবহার দিনদিন বাড়ছে। বর্তমানে ইউপিআই-এর মাধ্যমে এটিএম থেকেও টাকা তোলা যায়। বিষয়টা বোধগম্য হল না? এর মানে হল, ইউপিআই ইউজাররা ইউপিআই ইউজাররা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন। কীভাবে?
advertisement
2/6
MySmartPrice-এর প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই এনেবল উইথড্রয়ালের অনুমতি দিয়েছে। অর্থাৎ এটিএমে যাওয়ার জন্য গ্রাহককে আর ডেবিট কার্ড বয়ে বেড়াতে হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডবিহীন নগদ তোলার জন্য মুম্বইয়ের একটি এটিএমে যান MySmartPrice-এর কর্মী। কার্ড ছাড়াই নগদ টাকা তোলেন তিনি। তবে ইউপিআই-এর মাধ্যমে নগদ তোলার প্রক্রিয়া কার্ডের মাধ্যমে টাকা তোলার চেয়ে অনেক জটিল।
advertisement
3/6
ইউপিআই-এর মাধ্যমে ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে নগদ তোলার প্রক্রিয়া: চিন্ময় ধুমাল নামে এক এক্স ইউজার ইউপিআই-এর মাধ্যমে এটিএম থেকে নগদ তোলার গোটা প্রক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন –
advertisement
4/6
প্রথমে ইউজারকে এটিএম কিয়স্কে গিয়ে ফোন নম্বর লিখতে হবে।তারপর এটিএম স্ক্রিনের সামনে একটা কিউআর কোড চলে আসবে। এবার গুগল পে, পেটিএম, ফোনপে-র মতো যে কোনও ইউপিআই এনেবল অ্যাপ খুলে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে। এবার পিন এবং গ্রাহক কত টাকা তুলবেন সেটা লিখলে ৩০ সেকেন্ডের মধ্যে টাকা হাতে চলে আসবে।
advertisement
5/6
চিন্ময় ধুমাল জানিয়েছেন, এটিএম থেকে ১০০০ টাকা পর্যন্ত নগদ তোলার জন্য কোনও চার্জ কাটা হয় না। তবে ক্যাশ ডিসপোজালের ক্ষেত্রে গ্রাহককে ১ শতাংশ হারে চার্জ দিতে হবে।
advertisement
6/6
ইউপিআই-এর মাধ্যমে নগদ তোলার সুবিধা: ইউপিআই-এর মাধ্যমে নগদ তোলার ক্ষেত্রে ইউজারদের কাছে বেশ কয়েকটি ব্যাঙ্কের বিকল্প থাকে। কারণ ডেবিট কার্ড ইউপিআই অ্যাপের সঙ্গে যুক্ত থাকে না। ফলে কার্ডের দরকার পড়ে না। ইউপিআই ভিত্তিক অ্যাপ যেমন গুগল পে, অ্যামাজন পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে লেনদেন করা যাবে। পাশাপাশি নগদ তোলার জন্য ওটিপির সমস্যাও থাকবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ATM: কার্ড না থাকলেও উঠবে টাকা! সাবধান, ফোনের উপর থাকছে নজর, আপনি সুরক্ষিত তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল