TRENDING:

Car Buying Tips: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন কী কী দেখে নেওয়া জরুরি

Last Updated:
Car Buying Tips: কম বাজেটে হাত পাকাতে ভাবছেন কিনবেন সেকেন্ডহ্যান্ড গাড়ি ! জানেন কি কি দেখে নেওয়া জরুরি
advertisement
1/7
সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন ?  জেনে নিন কী কী দেখে নেওয়া জরুরি
ভাবছেন গাড়ি কিনবেন! তবে সে ক্ষেত্রে ইনভেস্ট কম করে, আপাতত হাত পাকিয়ে নিতে চাইছেন সেকেন্ড হ্যান্ড গাড়িতেই! তবে যে পাঁচটি জিনিস না জেনে গাড়ি কিনলেই ঠকতে হবে বেমালুম, যে জিনিসগুলি দেখে কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি
advertisement
2/7
গাড়ির অবস্থার ক্ষেত্রে আগে দেখা উচিত গাড়ির বাইরের অংশ কেমন রয়েছে, রং, দরজা, বাম্পার ইত্যাদি ভাল করে দেখুন। কোথাও কোনো মেরামতির চিহ্ন আছে কি না খেয়াল করুন
advertisement
3/7
এরপরই দেখবেন অভ্যন্তরীণ অবস্থা। সিট, ড্যাশবোর্ড, কার্পেট ইত্যাদির অবস্থা দেখুন। কোথাও কোনো দাগ বা ছিদ্র আছে কি না পরীক্ষা করুন
advertisement
4/7
সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঞ্জিন চালু করে তার শব্দ। সঙ্গে ধোঁয়া, ভাইব্রেশন ইত্যাদি লক্ষ্য করুন। কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে কি না তা শুনুন
advertisement
5/7
গাড়ির নথিপত্রের ক্ষেত্রে, আরসি বুক অর্থাৎ গাড়ির মালিকানার প্রমাণ সঠিকভাবে যাচাই করে নিন। ইন্স্যুরেন্স পেপার বা গাড়ির বিমা সম্পর্কে জানুন। গাড়ির পূর্ববর্তী সার্ভিস রেকর্ড বা রক্ষণাবেক্ষণের নথিও দেখতে চাইতে পারেন
advertisement
6/7
এরপর দিন টেস্ট ড্রাইভ, গাড়ি চালিয়ে দেখুন ব্রেক, স্টিয়ারিং, গিয়ার ইত্যাদি সঠিক ভাবে কাজ করছে কি না। প্রয়োজনে মেকানিক বা বিশেষজ্ঞ কেও দেখে নিতে পারেন
advertisement
7/7
যে গাড়িটি পছন্দ হয়েছে, সেই গাড়ির মডেল সম্বন্ধে জানুন। বিক্রেতার দাবি করা দাম যুক্তিযুক্ত কি না তা বুঝুন।উপরের তথ্যগুলি ভাল করে দেখে নিলে আপনি সঠিক দামে ভালো একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেই পারেন
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Car Buying Tips: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন কী কী দেখে নেওয়া জরুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল