advertisement
1/7

ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রায় দিন নিত্য নতুন আপডেট প্রকাশ করে চলেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে সব থেকে জনপ্রিয় ফিচার ডার্ক মোডের আসায় রয়েছে সবাই।
advertisement
2/7
হোয়াটসঅ্যাপের এই ডার্ক মোডের অনেক ফিচার লিক হয়েছে, কিন্তু এটা এখনও জানা যায়নি যে ডার্ক মোড রিলিজ করবে। জেনে নিন কীভাবে আপনার ফোনে ইন্সটল করবেন ডার্ক মোড।
advertisement
3/7
আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তো সবার আগে যাচাই করে নিন আপনার ফোন Android Q-এর বিটা ভার্সনে চলছে কিনা। যে যে ফোনে Android Q-এর বিটা ভার্সন চলছে না চলতে পারে সেই ফোনগুলি হল Google Pixel-এর স্মার্টফোন, Xiaomi Mi 9, Huawei Mate 20 Pro, Asus Zenfone 5Z, Essential Phone, LG G8, Nokia 8.1, Oppo Reno আর Realme 3 Pro।
advertisement
4/7
ডার্ক মোড ইন্সটল করার জন্য ফলো করুন এই স্টেপস - Android Q-এর বিটা ভার্সন ডাউনলোড করার পর সেটিংস সে গিয়ে ডিসপ্লে অপশন সিলেক্ট করুন। এবার এখনানে আপনি ডার্ক মোড অপশন দেখতে পাবেন, সেটা কে সিলেক্ট করুন।
advertisement
5/7
মনে রাখবেন এর পরে আরও একটি প্রসেস ফলো করতে হবে, আর এটা জরুরী। এবার আবার ফোনের সেটিংস সে গিয়ে About Phone-এর অপশন দেখতে পাবেন,সেটা সিলেক্ট করুন।
advertisement
6/7
এবার Build Number অপশনে গিয়ে সেটা তে ৭ বার ট্যাপ করুন। এর ফলে ফোনে Developer Option একটিভেট হয়ে যাবে।
advertisement
7/7
এবার আপনাকে Developer Option-এ ক্লিক করতে হবে, আর এখানে override force dark অপশনটিকে সিলেক্ট করতে হবে। এটা করার পর যে ফোনগুলি Android Q-তে চলছে, সেই ফোনের প্রত্যেকটি অ্যাপে ডার্ক মোড অ্যাপ্লাই হয়ে যাবে। যেই অ্যাপগুলোতে ডার্ক অদ সাপোর্ট করে না সেই অ্যাপগুলিতেও ডার্ক মোড পেয়ে যাবেন আপনি।