TRENDING:

Camping Light: ট্রেকে বা ক্যাম্পিং-এ পাওয়ার কাট, ঘর আলোর জন্য কম দামের এই এলইডি লাইটের জবাব নেই

Last Updated:
Camping Light: বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বাল্ব রয়েছে। এখন এলইডি বাল্বের জনপ্রিয়তা সবথেকে বেশি। বাজারে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের এলইডি বাল্ব রয়েছে।
advertisement
1/5
ট্রেকে বা ক্যাম্পিং-এ পাওয়ার কাট, ঘর আলোর জন্য কম দামের এই এলইডি লাইটের জবাব নেই
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বাল্ব রয়েছে। এখন এলইডি বাল্বের জনপ্রিয়তা সবথেকে বেশি। বাজারে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের এলইডি বাল্ব রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই ধরনের এলইডি বাল্বের দাম কম হলেও এতে অনেক ধরনের আধুনিক ফিচার রয়েছে।
advertisement
2/5
যাঁরা জঙ্গলে বা পাহাড়ে ক্যাম্পিং করতে যান, তাঁদের জন্য নিয়ে আসা হয়েছে একটি উন্নতমানের এলইডি লাইট। কম দামের এই এই লাইটে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। কাজে আসবে পাওয়ার কাট হলে ঘরে বসেও। এক নজরে দেখে নেওয়া যাক সেই লাইটের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/5
ক্যাম্পিং ফ্ল্যাশলাইট - জিকেপি মাল্টিপল চেন এলইডি লাইট ই-কমার্স সাইট অ্যামাজনে তালিকাভুক্ত। এই এলইডি লাইটটি ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যুক্ত। এই ফ্ল্যাশলাইটের মধ্যে আলোকসজ্জার জন্য অনেকগুলি ছোট এলইডি বাল্ব দেওয়া হয়েছে। এই বাল্বের কারণে এই এলইডি ফ্ল্যাশলাইট ২০টি বাল্বের সমান আলো দেয়।
advertisement
4/5
ক্যাম্পিং ফ্ল্যাশলাইটের দাম - ক্যাম্পিং ফ্ল্যাশলাইটের দাম খুব একটা বেশি নয়। গ্রাহকরা এই ফ্ল্যাশলাইটটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে মাত্র ১১৫ টাকায় ক্রয় করতে পারবেন। গ্রাহকরা যদি খুচরো বাজার থেকে সমান আলোকসজ্জার একটি এলইডি লাইট কিনে থাকেন, তাহলে তা কমপক্ষে ১০০০ টাকায় পাওয়া যাবে।
advertisement
5/5
ক্যাম্পিং ফ্ল্যাশলাইটের ফিচার - এই ফ্ল্যাশলাইট চার্জ করার জন্য টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। অন্য দিকে, ফ্ল্যাশ এলইডি লাইট পুরোপুরি চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে এর ইন্ডিকেটর জ্বলতে শুরু করে। অ্যামাজন থেকে এই ফ্ল্যাশলাইট ক্রয় করলে বিনামূল্যে হোম ডেলিভারি পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Camping Light: ট্রেকে বা ক্যাম্পিং-এ পাওয়ার কাট, ঘর আলোর জন্য কম দামের এই এলইডি লাইটের জবাব নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল