JioFiber-কে টক্কর দিতে BSNL-এর নতুন প্ল্যান, মাত্র ৭০০ টাকায় কেবল টিভি, ইন্টারনেট ও ল্যান্ডলাইন
Last Updated:
এবার Jio fiber-এর মতো BSNL-এর ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন সেট টপ বক্স ও ল্যান্ডলাইন । মানে তিনটি পরিষেবা একসঙ্গে।
advertisement
1/5

Reliance Jio GigaFiber-এর ঘোষণার পরেই নিজের মার্কেট আর গ্রাহক ধরে রাখতে নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে BSNL। ব্রড ব্যান্ডের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে হাজির BSNL।
advertisement
2/5
এবার Jio fiber-এর মতো BSNL-এর ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন সেট টপ বক্স ও ল্যান্ডলাইন। মানে তিনটি পরিষেবা একসঙ্গে।
advertisement
3/5
ইতিমধ্যে লোকাল কেবেল অপারেটারদের সঙ্গে কথাও বলে ফেলেছে BSNL। এখনও কোম্পানি এই প্ল্যানের দাম ঘোষণা করে নি কিন্তু রিপোর্ট অনুযায়ি এই Triple Play Plan-এর দাম 700 টাকা হতে পারে।
advertisement
4/5
রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই পরিষেবাগুলি কেবল টিভি পরিষেবা সরবরাহকারীর মাধ্যমে দেওয়া হবে। BSNL এবং কেবল টিভি অপারেটররা তিনটি সংযোগের মধ্যে ONT ডিভাইস সরবরাহ করবে।
advertisement
5/5
BSNL তাদের ব্রডব্যান্ড গ্রাহকদের সেট-টপ বক্স দেওয়ার জন্য শ্রীদেবী ডিজিটাল প্রাইভেট লিমিটেড এবং সাগা সিটি সলিউশন-এর মতো অপারেটরদের সাথে হাত মিলিয়েছে।