TRENDING:

গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে একাধিক প্ল্যান আপডেট করল BSNL, দেখে নিন তালিকা

Last Updated:
এ বার ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে একাধিক পরিবর্তন ও সংশোধন নিয়ে এল BSNL
advertisement
1/5
গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে একাধিক প্ল্যান আপডেট করল BSNL, দেখে নিন তালিকা
এ বার ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে একাধিক পরিবর্তন ও সংশোধন নিয়ে এল BSNL। এ ক্ষেত্রে সামগ্রিক প্ল্যানে পরিবর্তনের পাশাপাশি বাড়ানো হল ডেটা স্পিডও। সেই সূত্র ধরেই ফাইবার আল্ট্রা প্ল্যানে ২০০ Mbps স্পিডে ৪ TB হাইস্পিড ডেটার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। কোথায় কোথায় কী কী পরিবর্তন করা হল, আসুন বিশদে জেনে নেওয়া যাক!
advertisement
2/5
ডেটা প্ল্যানে পরিবর্তন, ডেটা স্পিড বাড়ানো-সহ সমস্ত তথ্য ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে BSNL। সেই অনুযায়ী, মাসিক ৪৯৯ টাকার ১০০ GB CUL FTTH প্ল্যানে আগে ২০ Mbps ডেটা স্পিড দেওয়া হত, এখন সেই জায়গায় ৫০ Mbps ডেটা স্পিড দেওয়া হচ্ছে। অন্যদিকে, মাসিক ৭৯৯ টাকার ৩০০ GB ব্রডব্যান্ড প্ল্যানে আগে ৫০ Mbps ডেটা স্পিড দেওয়া হত, এখন সেই জায়গায় ১০০ Mbps ডেটা স্পিড দেওয়া হচ্ছে। এই প্ল্যানের সঙ্গে রয়েছে ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Plus Hotstar) ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশনও। এ ছাড়াও ৩০০ GB হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে আগের ২ Mbps-এর জায়গায় ৫ Mbps ডেটা স্পিডের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
advertisement
3/5
মাসিক ৮৪৯ টাকার ৬০০ GB CUL ব্রডব্যান্ড প্ল্যানেও সংশোধন এনেছে BSNL। এই প্ল্যানে আগে ৫০ Mbps ডেটা স্পিড দেওয়া হত। এখন সেই জায়গায় ১০০ Mbps ডেটা স্পিড দেওয়া হচ্ছে। ৬০০ GB হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে আগের ২ Mbps-এর জায়গায় ১০ Mbps ডেটা স্পিডের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। একই আপগ্রেড এসেছে হাই স্পিড ৫০০ GB ডেটা প্ল্যানের ক্ষেত্রেও। বলা বাহুল্য এই প্ল্যানের সঙ্গে রয়েছে ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Plus Hotstar) ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এই প্ল্যানের মাসিক মূল্য ৯৪৯ টাকা।
advertisement
4/5
এই সব কিছুর পাশাপাশি BSNL-এর মাসিক ১,১২৭ টাকার ৭৫০ GB প্ল্যানটিকে আপগ্রেড করে ৩.৩ TB হাইস্পিড ডেটা প্ল্যান করে দেওয়া হয়েছে। মাসিক ১,৯৯৯ টাকার ৩৩ GB CUL BF প্ল্যানটিও আপগ্রেড করা হয়েছে। এ ক্ষেত্রে আপগ্রেডেড প্ল্যানটি ২০০ Mbps স্পিডে ৪ TB হাইস্পিড ডেটা পরিষেবা দেবে।
advertisement
5/5
এ ক্ষেত্রে বিশেষ করে চেন্নাই সার্কেলে ফাইবার বেসিক (Fibre Basic), ফাইবার প্রিমিয়াম (Fibre Premium), ফাইবার আল্ট্রা (Fibre Ultra) ও ফাইবার ভ্যালু প্ল্যানগুলিকে আপগ্রেড করা হয়েছে। ফাইবার বেসিক ও ফাইবার ভ্যালু প্ল্যানে যথাক্রমে ৩০ Mbps ও ১০০ Mbps স্পিডে ৩.৩ TB হাইস্পিড ডেটা থাকবে। অন্য দিকে ফাইবার প্রিমিয়াম ও ফাইবার আল্ট্রা প্ল্যানে যথাক্রমে ২০০ Mbps ও ৩০০ Mbps স্পিডে ৪ TB হাইস্পিড ডেটা থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে একাধিক প্ল্যান আপডেট করল BSNL, দেখে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল