BSNL Recharge Plan: গ্রাহকদের উপহার! সস্তার প্ল্যানে ফের বাজারে ঝড় তুলল BSNL! ১৬০ দিনের প্ল্যানের দাম শুনলে চমকে যাবেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
BSNL Recharge Plan: নিজেদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সাশ্রয়ী দীর্ঘ ভ্যালিডিটি বিশিষ্ট ২টি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান বাজারে এনেছে BSNL। তাই যাঁরা BSNL গ্রাহক, তাঁরা নিঃসন্দেহে দারুণ সুবিধা লাভ করতে পারবেন।
advertisement
1/7

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বেশিরভাগ টেলিকম পরিষেবা প্রদানকারীরা নিজেদের রিচার্জ ট্যারিফের উত্তরোত্তর দাম বাড়িয়ে দিচ্ছে। তবে সেখানে নিজেদের গ্রাহকদের জন্য এক দারুণ খবর এনেছে অন্যতম জনপ্রিয় টেলিকম পরিষেবা প্রদানকারী BSNL (Bharat Sanchar Nigam Limited)। আসলে গ্রাহকদের জন্য অত্যন্ত সস্তার সাশ্রয়ী প্ল্যান এনেছে তারা। ফলে স্বস্তি পেয়েছেন কোটি কোটি গ্রাহক।
advertisement
2/7
নিজেদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সাশ্রয়ী দীর্ঘ ভ্যালিডিটি বিশিষ্ট ২টি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান বাজারে এনেছে BSNL। তাই যাঁরা BSNL গ্রাহক, তাঁরা নিঃসন্দেহে দারুণ সুবিধা লাভ করতে পারবেন। তাই আজকের প্রতিবেদনে BSNL-এর সাশ্রয়ী দুটি রিচার্জ প্ল্যানের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/7
৯৪৭ টাকার রিচার্জ প্ল্যান এবং ১৬০ দিনের ভ্যালিডিটি: নিজেদের গ্রাহকদের স্বার্থে ৯৪৭ টাকার একটি রিচার্জ প্ল্যান বাজারে এনেছে BSNL। আগে অবশ্য এই প্ল্যানটির জন্য গ্রাহকদের দিতে হত ৯৯৭ টাকা। যার অর্থ হল, এই প্ল্যানের মূল্য ৫০ টাকা কমিয়ে দিয়েছে BSNL। এই প্ল্যানের অধীনে ১৬০ দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
4/7
প্রত্যেক দিন ব্যবহারকারীরা পেয়ে যেতে পারবেন ২ জিবি করে হাই স্পিড ডেটা। যার অর্থ হল, সব মিলিয়ে ৩২০ জিবি ডেটা দেওয়া হবে গ্রাহকদের। এর পাশাপাশি প্রত্যেক দিন তাঁরা বিনামূল্যে পেয়ে যাবেন ১০০টি করে এসএমএস। যাঁরা দীর্ঘ সময়ের জন্য রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন, তাঁদের জন্য একেবারে উপযুক্ত এই প্ল্যানটি।
advertisement
5/7
৫৬৯ টাকার রিচার্জ প্ল্যান এবং ৮৪ দিনের ভ্যালিডিটি: এখানেই শেষ নয়, আরও একটি প্ল্যান রয়েছে BSNL-এর। যার মূল্য ৫৬৯ টাকা। সেই সঙ্গে মিলবে ৮৪ দিনের ভ্যালিডিটি। বলে রাখা ভাল যে, এই প্ল্যানটির মূল্য আগে ছিল ৫৯৯ টাকা। বর্তমানে এর মূল্য কমানো হয়েছে। ব্যবহারকারীরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে।
advertisement
6/7
শুধু তা-ই নয়, এর পাশাপাশি প্রত্যেক দিন ৩ জিবি করে হাই স্পিড ডেটাও পেয়ে যাবেন তাঁরা। যার অর্থ হল, সব মিলিয়ে পাওয়া যাবে ২৫২ জিবি ডেটা। এছাড়া প্রত্যেক দিন ১০০টি করে এসএমএস বিনামূল্যে পেয়ে যাবেন ব্যবহারকারীরা। যাঁরা ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের বেশিরভাগ সময় অতিবাহিত করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত ভাল।
advertisement
7/7
যাইহোক, নিজেদের রিচার্জ প্ল্যানের দাম উত্তরোত্তর বৃদ্ধি করছে Jio, Airtel এবং VI-এর মতো টেলিকম সংস্থাগুলি। সেখানে এহেন পরিস্থিতিতে BSNL সস্তার রিচার্জ প্ল্যান এনে নিজের গ্রাহকদের অনেকটাই স্বস্তি দিচ্ছে।