TRENDING:

BSNL Recharge Plan: গ্রাহকদের জন্য সুখবর! ১ টাকায় ১ জিবি ডেটা, অবিশ্বাস্য অফার BSNL-এর! এই দারুণ অফার মিস করবেন না

Last Updated:
BSNL Flash Sale-এর সুবিধা এখনও নেননি, কিংবা কোনও কারণে এই বিশেষ সেলের সুবিধা গ্রহণ করতে পারেননি, তাঁদের আর চিন্তা করার কোনও কারণ নেই। কারণ গ্রাহকদের জন্য আরও একবার এই সেলের অফারের সুবিধা নেওয়ার সুযোগ করে দিচ্ছে BSNL।
advertisement
1/7
গ্রাহকদের জন্য সুখবর! ১ টাকায় ১ জিবি ডেটা, অবিশ্বাস্য অফার BSNL-এর!
BSNL গ্রাহকদের জন্য দারুণ সুখবর! যাঁরা এখনও পর্যন্ত BSNL Flash Sale-এর সুবিধা এখনও নেননি, কিংবা কোনও কারণে এই বিশেষ সেলের সুবিধা গ্রহণ করতে পারেননি, তাঁদের আর চিন্তা করার কোনও কারণ নেই। কারণ গ্রাহকদের জন্য আরও একবার এই সেলের অফারের সুবিধা নেওয়ার সুযোগ করে দিচ্ছে BSNL।
advertisement
2/7
আসলে সংস্থার তরফে এই সেলের মেয়াদ আগামী ২৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। বলে রাখা ভাল যে, এই সেলের মাধ্যমে গ্রাহকদের জন্য অত্যন্ত সস্তায় ডেটার সুবিধা প্রদান করছে সংশ্লিষ্ট সংস্থাটি।
advertisement
3/7
BSNL Flash Sale-এর আওতায় যে অফারটি পাওয়া যাচ্ছে, তাতে গ্রাহকরা পেয়ে যাবেন ৪০০ জিবি ডেটা। তা-ও মাত্র ৪০০ টাকায়। অর্থাৎ ১ জিবি ডেটার জন্য খরচ করতে হবে মাত্র ১ টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আর এই ডেটার ভ্যালিডিটি থাকবে ৪০ দিন পর্যন্ত। আর বলে রাখা ভাল যে, এটা কিন্তু হাই-স্পিড ৪জি ডেটা।
advertisement
4/7
তাই এহেন অফার যাতে হাতছাড়া না হয়, তার জন্য মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই লুফে নিতে হবে এই অফারের সুবিধা। মনে রাখতে হবে যে, এই অফারের শেষ দিন হল আগামী ২৭ জুলাই ২০২৫ তারিখ। প্রসঙ্গত, আগে এই সেল দেওয়ার কথা ছিল গত ২৮ জুন ২০২৫ তারিখ থেকে গত ১ জুন ২০২৫ তারিখ পর্যন্ত। কিন্তু পরে তা গত ৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়। এরপর গ্রাহকদের কথা মাথায় রেখে এই সেলের মেয়াদ আবারও বাড়িয়ে দিল সংশ্লিষ্ট টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা।
advertisement
5/7
এই বিশেষ অফারের মেয়াদ বাড়ানোর বিষয়ে ঘোষণা: BSNL FLASH SALE-এর এই অফারের মেয়াদ বাড়ানো হয়েছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ঘোষণা করা হয়েছে BSNL-এর তরফে। একটি ভিডিও পোস্ট করে সংস্থা ক্যাপশনে লিখেছে যে, BSNL FLASH SALE এখনও রয়েছে!
advertisement
6/7
ম্যাসিভ BSNL Data অফার - মাত্র ৪০০ টাকায় ৪০০ জিবি! যা ভ্যালিড থাকবে ৪০ দিনের জন্য। তাড়াতাড়ি করুন। অফার শেষ হচ্ছে আগামী ২৭ জুলাই! রিচার্জ করার জন্য যেতে পারেন BSNL ওয়েবসাইট: https://bsnl.co.in/mobile/recharge কিংবা BSNL SelfCare App:  https://bsnlselfcare.page.link/Home-এ।
advertisement
7/7
কিন্তু কীভাবে গ্রাহকরা এই অফারের সুবিধা গ্রহণ করতে পারবেন? এই বিশেষ অফারের সুবিধা গ্রহণ করার জন্য BSNL ওয়েবসাইট কিংবা BSNL Self Care App-এ যেতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি অবশ্য এই ফ্ল্যাশ সেলের আওতায় অন্য কোনও অফারের কথা ঘোষণা করা হয়নি BSNL-এর তরফে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
BSNL Recharge Plan: গ্রাহকদের জন্য সুখবর! ১ টাকায় ১ জিবি ডেটা, অবিশ্বাস্য অফার BSNL-এর! এই দারুণ অফার মিস করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল