এবার BSNL-এর সস্তার বার্ষিক প্ল্যানের সঙ্গেও পেয়ে যান Amazon Prime মেম্বারশিপ
Last Updated:
এছাড়াও বার্ষিক প্ল্যানে 25% অবধি ক্যাশব্যাক অফারও দিচ্ছে BSNL
advertisement
1/5

Reliance Jio GigaFiber-এর ঘোষণার পরেই নিজের মার্কেট আর গ্রাহক ধরে রাখতে নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে BSNL। ব্রড ব্যান্ডের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে হাজির BSNL।
advertisement
2/5
এবার BSNL-এর বার্ষিক প্ল্যানের সঙ্গে পেয়ে যাবেন Amazon Prime মেম্বারশিপ বিনামূল্যে। 399 টাকার উপরের যে কোনও ব্রডব্যান্ড প্ল্যান নিলেই গ্রাহকরা এই অফারটি পেয়ে যাবেন।
advertisement
3/5
Amazon Prime-এর এক বছরের মেম্বারশিপ এখন পাওয়া যাচ্ছে 999 টাকায়। Amazon Prime-এ গ্রাহকরা প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক, ফ্রি প্রোডাক্ট শিপিং, আর সবার আগে এক্সক্লুসিভ ডিল পেয়ে যাবেন।
advertisement
4/5
এতদিন 499 টাকার বেশি মাসিক প্ল্যানে Amazom Prime-এর মেম্বারশিপ বিনামূল্যে দিছিল BSNL কিন্তু এখন 399 টাকার প্ল্যানেও গ্রাহকরা পেয়ে যাবেন প্রাইমের মেম্বারশিপ।
advertisement
5/5
এছাড়াও বার্ষিক প্ল্যানে ক্যাশব্যাক অফারও দিচ্ছে BSNL। এই অফারে গ্রহাকরা পেয়ে যাবেন 25% অবধি ক্যাশব্যাক।