TRENDING:

তিনটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এল BSNL, থাকছে ভয়েস কলিংয়ের সুবিধা

Last Updated:
advertisement
1/5
৫০০ টাকার নিচে তিনটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এল BSNL
এখন টেলিকম মার্কেটে সব কোম্পানি তাদের কম দামের ট‍্যারিফের মধ্য দিয়ে গ্রাহকদের আকর্ষিত করতে চাইছে। কম খরচে বেশি বেনিফিট দেওয়ার জন্য সব কোম্পানি নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। ফের একবার নতুন প্ল্যান নিয় হাজির BSNL।
advertisement
2/5
349 টাকা, 399 টাকা আর 499 টাকার প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই তিনটি প্ল্যান দেশের সব যায়গায় পাওয়া যাবে আন্দামান নিকোবর সার্কেল ছেড়ে। 1 জুলাই থেকে এই প্ল্যান ব্যবহার করা যাবে।
advertisement
3/5
349 টাকা প্ল্যানের নাম 2GB BSNL CUL। এই প্ল্যানে 8Mbps স্পিড পাওয়া যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা ব্যবহার করার সুযোগ। এই লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে 1Mbps হয়ে যাবে। এছাড়াও এই প্ল্যানে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা, রাত 10 টা 30 মিনিট থেকে সকাল 6 টা পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে।
advertisement
4/5
399 টাকা প্ল্যানের নাম 2GB CUL দিয়েছে BSNL। এই প্ল্যানেও পেয়ে যাবেন 8Mbps স্পিড আর দিনে 2GB করে ডেটা। এই লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে 1Mbps হয়ে যাবে। এই প্ল্যানের সুবিধা হল এতে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং, যে কোনও নেটওয়ার্কে।
advertisement
5/5
499 টাকা প্ল্যানের নাম 3GB CUL দিয়েছে। এই প্ল্যানে পেয়ে যাবেন 8Mbps স্পিড আর দিনে 3GB ডেটা ব্যবহার করার সুযোগ। এই লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে 1Mbps হয়ে যাবে। BSNL-এর 399 টাকা প্ল্যানের মতোই 499 টাকা প্ল্যানের সাথেও থাকছে আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা যে কোনও নেটওয়ার্কে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
তিনটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এল BSNL, থাকছে ভয়েস কলিংয়ের সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল