গ্রাহকদের জন্য সুখবর, ৪৯৯ -এর ব্রডব্যান্ড প্ল্যানের মেয়াদ আরও ৩ মাস বাড়াল BSNL
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার 300GB Plan CS337 প্লানের মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত করল বিএসএনএল (BSNL)।
advertisement
1/5

ফের একবার গ্রহাকদের জন্য ধামাক্যা প্ল্যান নিয়ে হাজির BSNL। এবার 300GB Plan CS337 প্লানের মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত করল বিএসএনএল (BSNL)। এই প্ল্যানে গ্রাহকরা ৪০Mbps স্পিড পেয়ে যাবেন। লিমিট শেষ হয়ে গেলে কমে ১Mbps হয়ে যাবে।
advertisement
2/5
এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত করে দিয়েছে। এই প্ল্যানটি মেয়াদ ১০ জুন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই প্ল্যানটির জনপ্রিয়তা দেখে কোম্পানি প্ল্যানটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
advertisement
3/5
বিএসএনএল-এর এই প্ল্যানটি কলকাতা, সিকিম আর পশ্চিম বাংলা সার্কেলের গ্রহাকর উপভোগ করতে পাড়বে। এই প্ল্যানটির আরও একটি আকর্ষণ হচ্ছে যে গ্রহাকরা পেয়ে যাবেন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা ।
advertisement
4/5
একই রখম একটি প্ল্যান কোম্পানি ওড়িশা-তেও অফার করে। ওড়িশা-রে এই প্ল্যানটির নাম 'Bharat Fiber 300GB CUL CS346'। ৬০০ টাকার মাসিক রেন্টালের সঙ্গে এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৪০Mbps-স্পিডে ৩০০ জিবি নেট ব্যবহারের সুযোগ। সেখানে এই প্ল্যানটির মেয়াদ আপাতত ২৭ জুলাই পর্যন্ত।
advertisement
5/5
বিএসএনএল-এর একটি ৪৯৯ টাকার প্ল্যান রয়েছে, সেখানে গ্রাহকরা ২০Mbps স্পিডে ১০০জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সুযোগ। গ্রহারা এই প্ল্যানটি উপভোগ করতে পাড়বেন ২৯ জুন পর্যন্ত।