গ্রাহকদের জন্য সুখবর ! এবার এসব শহরে ছড়িয়ে গেল BSNL-এর 1500GB Fiber প্ল্যান
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২০০ এমবিপিএস স্পিডে ১৫০০জিবি-র হাই-স্পিড ইন্টারনেট
advertisement
1/4

গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিএসএনএল (BSNL)। এবার ১৫০০জিবি-র ফাইবার-টু-হোম (FTTH) প্লানের সুবিধা ওঠাতে পাড়বে আরও শহরের গ্রাহকরা। শুরুতে এই প্ল্যানের সুবিধা পাচ্ছিল শুধুমাত্র তেলেঙ্গানা আর চেন্নাই-এর গ্রাহকরা। এবার তামিলনাড়ুর গ্রাহকরাও এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পাড়বেন।
advertisement
2/4
একই সঙ্গে ৯৯ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচারটিকে নতুন করে সাজিয়েছে। এবার এই ভাউচারের মধ্যে গ্রাহকরা ২২ দিনের জন্য ফ্রি তে পার্সোনাল রিং ব্যাক টোন (PRBT) সার্ভিস দেওয়া হচ্ছে। এই সার্ভিসের জন্য কোম্পানি প্রত্যেক মাসে ৩০ টাকা করে নিয়ে থাকে আর সেই সঙ্গে প্রত্যেকটি গান পিছু ১২ টাকা আলাদা করে নিয়ে থাকে।
advertisement
3/4
৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহকরা ফ্রি PRBT সার্ভিস ছাড়া পেয়ে যাবে আনলিমিটেড কলিং-এর সুবিধা। আর ২২ দিনের ভ্যালিডির সঙ্গে পেয়ে যাবেন ২৫০ FUP মিনিট বিনামূল্যে। এরপর কলিং-এর জন্য মিনিমাম চার্জ করা হবে।
advertisement
4/4
১৫০০জিবি FTTH প্ল্যান আর অনান্য FTTH প্ল্যান ওড়িশা আর পুদুচেরির ভবানীপটনা শহরে চালু করা হয়েছে। ১৫০০জিবি-র FTTH প্ল্যানের দাম ১,৯৯৯ টাকা। এতে আনলিমিটেড লোকাল আর এসটিডি কল সুবিধাও রয়েছে। ২০০ এমবিপিএস স্পিডে ১৫০০জিবি-র হাই-স্পিড ইন্টারনেট, যা শেষ হয়ে গেলে স্পিড কমে ২এমবিপিএস হয়ে যাবে।