BS6 বাইক চালান? ন্যুনতম কতটুকু পেট্রোল রাখতে হয়? না জানলে বড় খরচ হতে পারে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
FI Engine Bikes: বাইকে Fuel Injected ইঞ্জিন? কতটা পেট্রোল রাখতেই হবে বাইকে? শুনে নিন।
advertisement
1/8

একটা সময় ছিল যখন অনেকেই ১০০,২০০ টাকার পেট্রোল ভরে বাইক চালাতেন। সেই সময় বেশিরভাগ বাইকে কার্বুরেটর ইঞ্জিন ছিল। ফলে সমস্যা হত না।
advertisement
2/8
এখন বেশিরভাগ বাইকের ক্ষেত্রে এফআই ইঞ্জিন। যা কি না কার্বুরেটর ইঞ্জিনের থেকে অনেকটাই আলাদা। ফুয়েল ইনজেকটেড ইঞ্জিনের ফুয়েল পাম্প পেট্রোলের মাধ্যমেই লুব্রিকেট হতে থাকে।
advertisement
3/8
ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন রয়েছে যে সব বাইক বা স্কুটিতে, সেগুলিতে কিন্তু ১০০, ২০০ টাকার পেট্রোল ভরে চালালে বিপদ কেউ ঠেকাতে পারবে না।
advertisement
4/8
এফআই ইঞ্জিন রয়েছে যেসব গাড়িতে, সেগুলির ফুয়েল পাম্প কিন্তু বেশ সেনসিটিভ। ছোট ভুল ফুয়েল পাম্পের বড় ক্ষতি করতে পারে। মাঝরাস্তায় বাইক আপনাকে বিপদে ফেলতে পারে।
advertisement
5/8
এফআই ইঞ্জিনের বাইকে কমপক্ষে আড়ই থেকে তিন লিটার পেট্রোল রাখা উচিত। তবে বাইকের ফুয়েল ট্যাঙ্ক লুব্রিকেট হওয়ার সুযোগ পাবে।
advertisement
6/8
অন্তত আড়াই লিটারের কম পেট্রোল রেখে বাইক চালালে ফুয়েল পাম্প ও তার সঙ্গে কানেক্টেড যন্ত্রাংশগুলি বিগরোতে শুরু করবে। সব থেকে বড় কথা, ফুয়েল পাম্পে বাতাস ঢুকতে শুরু করবে।
advertisement
7/8
এক্ষেত্রে পেট্রোলের মান বড় ব্যাপার। অনেকেই যে কোনও পেট্রোল পাম্প থেকে তেল ভরান। এটা কিন্তু বড় ভুল। এতে ইঞ্জিনের ক্ষতির সম্ভাবনা থাকে।
advertisement
8/8
ভাল কোয়ালিটি পেট্রোল বাইক বা স্কুটির ইঞ্জিনের আয়ু বাড়িতে দিতে পারে অনেকটাই। আর এফআই বাইকের ফুয়েল পাম্প একবার খারাপ হলে কিন্তু খরচের শেষ থাকবে না।