TRENDING:

BS6 বাইক চালান? ন্যুনতম কতটুকু পেট্রোল রাখতে হয়? না জানলে বড় খরচ হতে পারে

Last Updated:
FI Engine Bikes: বাইকে Fuel Injected ইঞ্জিন? কতটা পেট্রোল রাখতেই হবে বাইকে? শুনে নিন।
advertisement
1/8
BS6 বাইক চালান? ন্যুনতম কতটুকু পেট্রোল রাখতে হয়? না জানলে বড় খরচ হতে পারে
একটা সময় ছিল যখন অনেকেই ১০০,২০০ টাকার পেট্রোল ভরে বাইক চালাতেন। সেই সময় বেশিরভাগ বাইকে কার্বুরেটর ইঞ্জিন ছিল। ফলে সমস্যা হত না।
advertisement
2/8
এখন বেশিরভাগ বাইকের ক্ষেত্রে এফআই ইঞ্জিন। যা কি না কার্বুরেটর ইঞ্জিনের থেকে অনেকটাই আলাদা। ফুয়েল ইনজেকটেড ইঞ্জিনের ফুয়েল পাম্প পেট্রোলের মাধ্যমেই লুব্রিকেট হতে থাকে।
advertisement
3/8
ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন রয়েছে যে সব বাইক বা স্কুটিতে, সেগুলিতে কিন্তু ১০০, ২০০ টাকার পেট্রোল ভরে চালালে বিপদ কেউ ঠেকাতে পারবে না।
advertisement
4/8
এফআই ইঞ্জিন রয়েছে যেসব গাড়িতে, সেগুলির ফুয়েল পাম্প কিন্তু বেশ সেনসিটিভ। ছোট ভুল ফুয়েল পাম্পের বড় ক্ষতি করতে পারে। মাঝরাস্তায় বাইক আপনাকে বিপদে ফেলতে পারে।
advertisement
5/8
এফআই ইঞ্জিনের বাইকে কমপক্ষে আড়ই থেকে তিন লিটার পেট্রোল রাখা উচিত। তবে বাইকের ফুয়েল ট্যাঙ্ক লুব্রিকেট হওয়ার সুযোগ পাবে।
advertisement
6/8
অন্তত আড়াই লিটারের কম পেট্রোল রেখে বাইক চালালে ফুয়েল পাম্প ও তার সঙ্গে কানেক্টেড যন্ত্রাংশগুলি বিগরোতে শুরু করবে। সব থেকে বড় কথা, ফুয়েল পাম্পে বাতাস ঢুকতে শুরু করবে।
advertisement
7/8
এক্ষেত্রে পেট্রোলের মান বড় ব্যাপার। অনেকেই যে কোনও পেট্রোল পাম্প থেকে তেল ভরান। এটা কিন্তু বড় ভুল। এতে ইঞ্জিনের ক্ষতির সম্ভাবনা থাকে।
advertisement
8/8
ভাল কোয়ালিটি পেট্রোল বাইক বা স্কুটির ইঞ্জিনের আয়ু বাড়িতে দিতে পারে অনেকটাই। আর এফআই বাইকের ফুয়েল পাম্প একবার খারাপ হলে কিন্তু খরচের শেষ থাকবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
BS6 বাইক চালান? ন্যুনতম কতটুকু পেট্রোল রাখতে হয়? না জানলে বড় খরচ হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল