চার্জার ছাড়া আই ফোন বেচলে ১৯ কোটি টাকা ফাইন! ব্রাজিলে কড়া নিয়ম চালু
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
iPhone 14: চার্জার নেই এমন কোনও আই ফোন ব্রাজিলে বিক্রি করা যাবে না।
advertisement
1/6

আইফোন ১২ সিরিজ থেকেই ফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করেছে অ্যাপল। চার্জিং অ্যাডাপ্টার আলাদা করে কিনতে হচ্ছে গ্রাহকদের। আফটার সেলস সার্ভিস বিজনেস বাড়ানোর জন্য অ্যাপল-এর নতুন এই কায়দা গ্রাহকদের সমস্যা বাড়াচ্ছে।
advertisement
2/6
মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা অ্য়াপল-এর এই বিজনেস স্ট্যাটেজি আর ব্রাজিল চলবে না। কারণ ব্রাজিলের প্রশাসন অ্যাপলকে সাফ জানিয়েছে, গ্রাহকদের অসম্পূর্ণ পণ্য বিক্রি করা যাবে না। করলে জরিমানা দিতে হবে।
advertisement
3/6
ব্রাজিলের বিচার মন্ত্রক অ্যাপলকে জানিয়ে দিয়েছে, তাদের দেশে চার্জার ছাড়া আই ফোন বিক্রি করলে ১২.২৭৫ মিলিয়ন রিয়াস (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ কোটি টাকা) ফাইন দিতে হবে।
advertisement
4/6
অ্যাপল-এর দাবি, দূষণ কমানোর জন্য তারা ফোনের সঙ্গে চার্জার দেয় না। তবে সংস্থার এই দাবিও নস্যাৎ করেছে ব্রাজিল সরকার। সাফ জানানো হয়েছে, চার্জারের সঙ্গে পরিবেশ দূষণের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই।
advertisement
5/6
ব্রাজিল সরকারের তরফে অ্যাপলকে সাফ জানানো হয়েছে, চার্জার নেই এমন কোনও আই ফােন তাদের দেশের বাজারে বিক্রি করা যাবে না। গ্রাহকদের সম্পূর্ণ পণ্য দিতে হবে।
advertisement
6/6
আইফোন ১৪ সিরিজ বাজারে আসছে আজ। তার ঠিক একদিন আগে ব্রাজিল সরকারের এই ঘোষণা অ্যাপল সংস্থাকে বেশ বেগ দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।