TRENDING:

Boat Smart Ring : স্মার্টওয়াচ অতীত! Boat আনছে Smart Ring, আকর্ষণীয় ফিচার দেখে চমকে যাবেন আপনিও

Last Updated:
Boat Smart Ring : নাম থেকেই স্পষ্ট যে, আঙুলে পরতে হবে এই স্মার্ট রিং। এর মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করা সহজ হয়ে যাবে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/7
স্মার্টওয়াচ অতীত! Boat আনছে Smart Ring, আকর্ষণীয় ফিচার দেখে চমকে যাবেন আপনিও
ভারতের অন্যতম জনপ্রিয় কোম্পানি হল Boat। খুব কম সময়ের মধ্যেই ভারতীয় এই কোম্পানির হেডফোন এবং স্মার্টওয়াচ দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার ভারতে এক নতুন প্রোডাক্ট স্মার্ট রিং লঞ্চ করতে চলেছে Boat। বলাই বাহুল্য, এটি একটি স্মার্ট ডিভাইস। আর এই স্মার্ট রিং হল বোটের এই সেগমেন্টে প্রথম প্রোডাক্ট। এর নাম থেকেই স্পষ্ট যে, আঙুলে পরতে হবে এই স্মার্ট রিং। এর মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করা সহজ হয়ে যাবে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
2/7
Boat Smart Ring-এর বিভিন্ন ফিচার: এটি সেরামিক এবং ধাতু দিয়ে তৈরি। অত্যাধুনিক ডিজাইনের Boat কোম্পানির এই স্মার্ট রিং-এর মধ্যে থাকবে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো স্বাস্থ্য সংক্রান্ত ট্র্যাকিং ফিচার। এছাড়াও গ্রাহকদের শরীরের তাপমাত্রা নিরীক্ষণ করার জন্য রিংটিতে একটি টেম্পারেচার সেন্সর রাখা হয়েছে। এতে স্টেপ ট্র্যাকিংয়ের মতো ফিচারও রয়েছে, যা আধুনিক স্মার্টওয়াচে পাওয়া যায়।
advertisement
3/7
এখানেই শেষ নয়, মহিলাদের জন্য Boat Smart Ring-এ একটি বিশেষ ফিচারও ব্যবহার করা হয়েছে। আসলে এর মাধ্যমে মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করতে পারবেন মহিলারা।
advertisement
4/7
এছাড়াও স্মার্ট রিংটি ৫ ATM চাপে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং সোয়েট-রেজিস্ট্যান্ট বা ঘাম-প্রতিরোধী। এর ফলে এই রিং পরে খুব সহজেই সাঁতার কাটা কিংবা অন্যান্য কাজ করা সম্ভব হবে।
advertisement
5/7
Boat Smart Ring-এর দাম এবং লঞ্চের তারিখ: Boat Smart Ring-এর দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। কিন্তু জানা গিয়েছে যে, এটি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বোটের নিজস্ব অনলাইন স্টোর-সহ বেশির ভাগ ই-কমার্স প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।
advertisement
6/7
Samsung-ও তৈরি করতে পারে নিজস্ব স্মার্ট রিং: আগেই Samsung ঘোষণা করেছিল যে, তারা তাদের নিজস্ব স্মার্ট রিং Galaxy Ring-এর উপর কাজ করছে। এর ঠিক এক দিন পরেই Boat-এর তরফে Smart Ring লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে, স্মার্ট রিংগুলি শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠবে।
advertisement
7/7
ফিটনেস ট্র্যাকিং এবং পেমেন্টের জন্য যথাক্রমে Oura রিং এবং McClear রিং এর মতো পণ্যগুলি ইতিমধ্যেই বাজারে রয়েছে। আর Boat-এর মতো একটি ভারতীয় কোম্পানি এই সেগমেন্টের বাজারে প্রবেশ করলে এর দাম কিছুটা হলেও কম হতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Boat Smart Ring : স্মার্টওয়াচ অতীত! Boat আনছে Smart Ring, আকর্ষণীয় ফিচার দেখে চমকে যাবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল