ব্লুটুথ 'Pairing Failed' মেসেজ আসছে? এই কয়েকটি সহজ উপায়ে ৫ মিনিটে সমস্যা সমাধান করুন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
কখনও কখনও Bluetooth ডিভাইস কানেক্ট করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে Pairing Failed অথবা Connection Error মেসেজ বারবার স্ক্রিনে ভেসে ওঠে।
advertisement
1/8

আজকাল প্রায় প্রত্যেকেই Bluetooth ব্যবহার করে থাকেন। সে এটি ওয়্যারলেস ইয়ারফোন হোক, স্মার্টওয়াচ হোক অথবা কার মিউজিক সিস্টেমই হোক, সব কিছু কানেক্ট করা হয় Bluetooth-এর মাধ্যমে। কিন্তু কখনও কখনও Bluetooth ডিভাইস কানেক্ট করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে Pairing Failed অথবা Connection Error মেসেজ বারবার স্ক্রিনে ভেসে ওঠে। এই পরিস্থিতিতে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মাত্র কয়েকটি সহজ উপায় অবলম্বন করলে নিমেষে হবে মুশকিল আসান!
advertisement
2/8
Bluetooth অন এবং ‘ভিজিবল’ রয়েছে কি না, সেটা দেখে নেওয়া: বহু সময় আমরা ডিভাইসের Bluetooth অন করতে ভুলে যাই। অথবা সেটা Visible রাখি না। প্রথমে নিজের স্মার্টফোনের Bluetooth অন করতে হবে। তারপর যে ডিভাইসটি কানেক্ট করতে চাওয়া হচ্ছে, সেটিকে Discoverable মোডে রাখতে হবে। এতে উভয় ডিভাইস অনায়াসে একে অপরকে রেকগনাইজ করতে পারবে।
advertisement
3/8
ডিভাইসটিকে রিস্টার্ট করতে হবে: যদি কানেকশন ঠিক ভাবে না হয়, তাহলে ফোন রিস্টার্ট করতে হবে। অথবা একবার Bluetooth ডিভাইস রিস্টার্ট করতে হবে। কখনও কখনও ছোটখাটো সফটওয়্যার সংক্রান্ত সমস্যা থাকলে এতে দূর হয়ে যাবে।
advertisement
4/8
পুরনো পেয়ারিং ডেটা ডিলিট: ফোনে আগে থেকে একাধিক Bluetooth ডিভাইস পেয়ার করা থাকে। যার জেরে নতুন ডিভাইস কানেক্ট করা যায় না। এই অবস্থায় Bluetooth Settings-এ যেতে হবে এবং পুরনো ও অপ্রয়োজনীয় ডিভাইসের ডেটা-কে Forget করে দিতে হবে। তারপর নতুন কানেকশনকে পুনরায় কানেক্ট করাতে হবে।
advertisement
5/8
ডিভাইসের দূরত্ব এবং ব্যাটারি দেখা: Bluetooth ডিভাইসকে কানেক্ট করার জন্য উভয় ডিভাইসকে একে অপরের কাছাকাছি রাখতে হবে। সব সময় ১-২ মিটারের দূরত্বে রাখতে হবে দুটি ডিভাইসকে। সেই সঙ্গে দুটিতে পর্যাপ্ত চার্জ আছে কি না, তা দেখতে হবে। কারণ লো ব্যাটারি কানেকশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
advertisement
6/8
সফটওয়্যার আপডেট: আউটডেটেড সফটওয়্যার পেয়ারিং সমস্যার জন্য দায়ী হতে পারে। ব্যবহারকারীর স্মার্টফোন এবং ইয়ারবাডস অথবা স্মার্টওয়াচের মতো Bluetooth ডিভাইসের ফার্মওয়্যার অথবা সফটওয়্যার আপডেট করতে হবে। আসলে নতুন আপডেট অনেক বাগস ফিক্স করে দিতে পারে। ফলে মসৃণ ভাবে ডিভাইসগুলি কানেক্ট করতে পারে।
advertisement
7/8
নেটওয়ার্ক সেটিংস রিসেট: উপরোক্ত কোনও সমাধান কাজে না এলে ফোনের Network Settings রিসেট করতে হবে। এতে Wi-Fi, Mobile Data এবং Bluetooth সেটিংস রিসেট হয়ে যাবে। যা পেয়ারিংয়ের সমস্যা নিমেষে দূর করতে পারে।
advertisement
8/8
অন্য ডিভাইস দিয়ে পরীক্ষা: যদি তবুও সমস্যা থেকে থাকে, তাহলে Bluetooth ডিভাইসটিকে অন্য ফোন অথবা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করাতে হবে। এটি যদি কানেক্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে, ফোনেই সমস্যাটা রয়েছে। তবে অন্য ডিভাইসের সঙ্গে কানেক্ট না হলে বুঝতে হবে যে, Bluetooth ডিভাইসের হার্ডওয়্যার সমস্যা থাকতে পারে।