TRENDING:

মহাকাশের এই অংশে গেলে কেউ ফেরে না, প্রকাশ্যে এল Black Hole-এর প্রথম ছবি

Last Updated:
advertisement
1/6
মহাকাশের এই অংশে গেলে কেউ ফেরে না, প্রকাশ্যে এল Black Hole-এর প্রথম ছবি
দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ হল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের প্রথম ছবি। গত দু’বছর ধরে বহু চেষ্টা করে এই ছবি তোলা হয়েছে।
advertisement
2/6
এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে রয়েছে। পৃথিবী থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে।
advertisement
3/6
এই ছবিটি তুলেছে ইভেন্ট হরাইজ্ন টেলিস্কোপ (ইএইচটি), যা বানানো হয় পৃথিবীর ৮টি মহাদেশে বসানো অত্যন্ত শক্তিশালী ৮টি রেডিও টেলিস্কোপের নেটওয়ার্ক দিয়ে। কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে।
advertisement
4/6
ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর হল মহাকাশের এমন এক জায়গা যেখানে মহাকর্ষ এত শক্তিশালী যেখান থেকে আলোও বিচ্ছুরিত হতে পারে না।
advertisement
5/6
দৈত্যাকৃতির এই ব্ল্যাক হোলের ব্যাসার্ধ ১ কোটি ২০ লাখ কিলোমিটার।
advertisement
6/6
ব্ল্যাক হোলের এই ছবি শিল্পীদের কল্পনা ও চলচ্চিত্র পরিচালকদের ভাবনার সঙ্গে অনেকটাই মিলেছে। ব্রহ্মাণ্ডের দূরতম স্থানে ব্ল্যাক হোলের ছবি তোলার সাফল্য মহাকাশবিজ্ঞানকে আরও এক ধাপ এদিয়ে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মহাকাশের এই অংশে গেলে কেউ ফেরে না, প্রকাশ্যে এল Black Hole-এর প্রথম ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল