TRENDING:

Bill Payment: লুকোচুরির দিন শেষ! বন্ধুরা কিছুতেই টাকা ফেরত দিচ্ছে না? এই ফিচারে উসুল করুন টাকা

Last Updated:
Bill Payment: রেস্টুরেন্টে কিংবা কোথাও একসঙ্গে ঘুরতে গেলে অনলাইনে পেমেন্ট করে থাকি
advertisement
1/9
লুকোচুরির দিন শেষ! বন্ধুরা কিছুতেই টাকা ফেরত দিচ্ছে না? এই ফিচারে উসুল করুন টাকা
রেস্টুরেন্টে কিংবা কোথাও একসঙ্গে ঘুরতে গেলে অনলাইনে পেমেন্ট করে থাকি। কিন্তু একসঙ্গে গ্রুপে গেলে কখনও কখনও একজনকে পেমেন্ট করতে হয়। (প্রতীকী ছবি)
advertisement
2/9
তারপরে সেই টাকা বাকি বন্ধুদের থেকে ফেরত নেওয়া হয়। কিন্তু মাঝেমধ্যে পুরো খরচ আপনাকেই বহন করে হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/9
নতুন পদ্ধতিতে এখন UPI পেমেন্ট অ্যাপ বিল পেমেন্ট বিভাজনের সুবিধা প্রদান করে। এই ফিচারের সাহায্যে, আপনি আপনার বন্ধু বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যে কোনও বিল পেমেন্ট শেয়ার করতে পারেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/9
এর মাধ্যমে সবাই তাদের নিজ নিজ অংশ পরিশোধ করতে পারবেন এবং আপনাকে একা পুরো খরচ বহন করতে হবে না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/9
আপনি যদি Google Pay, PhonePe বা Paytm-এর মতো কোনও অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করেন, তাহলে আপনি এই ফিচারটির সুবিধা পাবেন। এখানে আমরা আপনাকে Google Pay-তে বিল ভাগ করার সম্পূর্ণ প্রক্রিয়া বলছি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/9
Google Pay-তে বিল ভাগ করতে, প্রথমে আপনার স্মার্টফোনে অ্যাপটি খুলুন। তারপরে আপনাকে অ্যাপে পরিচিতিগুলি বেছে নিতে হবে, যাদের মধ্যে আপনি বিলটি ভাগ করতে চান। এর পর সবাইকে নিয়ে একটি গ্রুপ তৈরি করুন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/9
গ্রুপ তৈরি করার পরে, আপনি নীচের অংশে Split Expense ফিচারটি দেখতে পাবেন, আপনাকে এটিতে ট্যাপ করতে হবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/9
গ্রুপ খোলার পরে পরিমাণ লিখে দেবেন। ধরুন বিলের পরিমাণ যদি ১০০০ টাকা হয়, আর গ্রুপে যদি ৫ জন মেম্বার হয় তাহলে প্রত্যেকের কাছে ২০০ টাকা পেমেন্ট করার রিকোয়েস্ট চলে যাবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/9
ফলে আপনি ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই Google Pay-তে বিল ভাগ করতে পারেন। এরপরেই গ্রুপ মেম্বাররা নিজ নিজ বিল পেমেন্ট করে দিতে পারবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Bill Payment: লুকোচুরির দিন শেষ! বন্ধুরা কিছুতেই টাকা ফেরত দিচ্ছে না? এই ফিচারে উসুল করুন টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল