TRENDING:

Bike Cleaning Tips: নিমেষে উধাও দাগ, স্ক্র‍্যাচ! নতুনের মতো চকচক করবে বাইক-স্কুটি, এই জিনিস দিয়ে পালিশ করুন বাড়িতেই...খরচ মাত্র ১০ টাকা

Last Updated:
Bike Cleaning Tips: জানেন কি মাত্র ১০ টাকাতেই আপনি বাড়িতে নিজেই দিব‍্যি চকচকে করে তুলতে পারবেন আপনার প্রিয় গাড়ি। এমনকী দূর হয়ে যাবে বাইক্রের গায়ের স্ক্র‍্যাচ বা দাগও। ১০ টাকা দামের জিনিসটি রয়েছে বাড়িতেই।
advertisement
1/10
নিমেষে উধাও দাগ, স্ক্র‍্যাচ! চকচক করবে বাইক-স্কুটি, ১০ টাকা খরচে বাড়িতেই পালিশ
প্রায় প্রতিটি বাড়িতেই জায়গা করে নিয়েছে স্কুটি, বাইক। তবে বাইক কেবল চড়লেই হল না, দাম দিয়ে সাধের স্কুটি বা বাইকের যত্ন করাও চাই। বাইক ভাল রাখতে মাঝেমধ‍্যেই পালিশ করাতে হয়। দোকানে পালিশ করাতে গেলেই অনেক টাকার ধাক্কা। কিন্তু বাড়িতেই হবে সুন্দর বাইক পালিশ।
advertisement
2/10
পালিশ করালে, নিয়মিত ধোয়াধুয়ি করলে তবেই ভাল থাকবে বাইক বা স্কুটি। রাস্তার ধুলোবালি, কাদা জমে অনেক সময় দাগ ধরে যায় বাইকের গায়ে। সময়মতো পালিশ না করলে স্কুটি বা বাইকের পার্টস দ্রুত নষ্টও হয়ে যেতে পারে।
advertisement
3/10
কিন্তু দোকানে বাইক পালিশ করালে ২০০ থেকে কখনও ৫০০ টাকাও খরচ হয়ে যায়। নির্ভর করছে ওই দোকানে কত টাকা নিচ্ছে তার উপর।
advertisement
4/10
পাশাপাশি বাইক ধোয়ার সময় ঠিকঠাক করে না ধুলে ময়লা থেকে যেতে পারে, যা ক্ষতি করতে পারে আপনার সাধের গাড়ির। এদিকে বাড়িতে নিজে থেকে পালিশ করতে গেলেই কখনওই তা দোকানের মতো ঝাঁ চকচকে হয় না।
advertisement
5/10
তবে, জানেন কি মাত্র ১০ টাকাতেই আপনি বাড়িতে নিজেই দিব‍্যি চকচকে করে তুলতে পারবেন আপনার প্রিয় গাড়ি। এমনকী দূর হয়ে যাবে বাইক্রের গায়ের স্ক্র‍্যাচ বা দাগও। ১০ টাকা দামের জিনিসটি রয়েছে বাড়িতেই।
advertisement
6/10
এর জন‍্য লাগবে কেবল টুথপেস্ট। টুথপেস্ট প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে। সকলেরই সকাল শুরু হয় ব্রাশে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে। খুব সহজে টুথপেস্ট দিয়েই চকচকে করে তুলতে পারবেন বাইক, স্কুটি।
advertisement
7/10
টুথপেস্ট দিয়ে বাইক পরিষ্কার করতে চাই মাত্র ৩ টি জিনিস। চাই সাদা রঙের একটি টুথপেস্ট, সঙ্গে কোনও নরম কাপড় (মাইক্রোফাইবার কাপড়) আর জল। এতেই হবে। ধাপে ধাপে জেনে নিন, কীভাবে করবেন।
advertisement
8/10
প্রথমে বাইক বা স্কুটিকে একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। বাইরের ধুলো এবং ময়লা যাতে চলে যায়। এবার অল্প পরিমাণে সাদা টুথপেস্ট নিন এবং যে জায়গায় স্ক্র‍্যাচ বা যেকোনো দাগ রয়েছে সেখানে ভাল করে ঘষুন।
advertisement
9/10
ঘষার পর পরিষ্কার ও ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এবার একটি শুকনো কাপড় দিয়ে বাইকটি মুছুন। তবে ঘষার সময় সতর্ক থাকবেন। খুব জোরালে ভাবে ঘষলে অনেক সময় দাগ পড়ে যেতে পারে।
advertisement
10/10
বাইকের গায়ে যে জায়গায় পেন্ট রয়েছে বা আঁকা রয়েছে সেখানে আরও আলতো ভাবে ঘষুন। টুথপেস্টে হাইটেনিং এজেন্ট থাকলে ব‍্যবহার করবেন না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Bike Cleaning Tips: নিমেষে উধাও দাগ, স্ক্র‍্যাচ! নতুনের মতো চকচক করবে বাইক-স্কুটি, এই জিনিস দিয়ে পালিশ করুন বাড়িতেই...খরচ মাত্র ১০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল