Jio গ্রাহকদের জন্য বিরাট সুখবর! একেবারে ফ্রি এবার একটি পরিষেবা, এক টাকাও লাগবে না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jio cloud storage- জিও গ্রাহকরা এবার থেকে জিও এআই ক্লাউড স্টোরেজ একেবারে বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন। কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।
advertisement
1/6

দেশের কয়েক কোটি জিও গ্রাহকদের জন্য এবার বড়সড় সুখবর। একটি পরিষেবা এবার পুরোপুরি বিনা পয়সায় দেবে জিও। জানানো হল সংস্থার তরফে।
advertisement
2/6
জিও-র তরফে মাঝেমধ্যেই গ্রাহকদের জন্য বেশ কিছু পরিষেবার কথা ঘোষণা করা হয়। এবার সেরকমই একটি পরিষেবা একেবারে ফ্রি-তে দেওয়ার কথা ঘোষণা করল সংস্থাটি।
advertisement
3/6
জিও কানেকশন রয়েছে তাদের জন্য বিরাট অফার-এর ঘোষণা করা হল। কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। শুধুমাত্র জিও কানেকশন নিলেই ফ্রি-তে পাবেন একটি দুর্দান্ত পরিষেবা।
advertisement
4/6
জিও গ্রাহকরা এবার থেকে জিও এআই ক্লাউড স্টোরেজ একেবারে বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন। কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। জিও ১০০ জিবি এআই ক্লাউড স্টোরেজ গত বছর প্রকাশ্যে এনেছিল। এবার থেকে এটি ফ্রি।
advertisement
5/6
২৯৯ টাকার প্রিপেড পরিষেবা নিলেই এই স্টোরেজ একেবারে ফ্রি। যারা পোস্টপেড পরিষেবা ব্যবহার করেন তারাও ৩৪৯, ৪৪৯, ৬৫৯, ৭৪৯ এবং ১৫৪৯ টাকায় এই পরিষেবাটি একেবারে বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন।
advertisement
6/6
এই ক্লাউড স্টোরেজে গ্রাহকরা ছবি, ডকুমেন্ট, নানা ধরণের ফাইল রাখতে পারবেন। ফোনের স্টোরেজ ব্যবহার না করলেও হব। ফলে ফোনের স্টোরেজ অন্য কোনও দরকারি তথ্য রাখার কাজে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।