TRENDING:

Microwave Tips: রান্নাঘরের এই জায়গাগুলিতে মাইক্রোওয়েভ রেখেছেন? বড় বিপদ এড়াতে এখুনি সরান, নাহলে....

Last Updated:
Microwave Tips: ঘরের কিছু জায়গায় মাইক্রোওয়েভ রাখা বিপজ্জনক হতে পারে। কোথায় রাখবেন না আর কীভাবে রাখলে ডিভাইস থাকবে নিরাপদ, জেনে নিন বিস্তারিত।
advertisement
1/7
রান্নাঘরের এই জায়গাগুলিতে মাইক্রোওয়েভ রেখেছেন? বড় বিপদ এড়াতে এখুনি সরান, নাহলে....
আজকালকার মধ্যবিত্ত পরিবারগুলিতে মাইক্রোওয়েভ এখন প্রয়োজনীয় যন্ত্র হয়ে উঠেছে। খুব সহজেই ঠান্ডা অথবা বাসি খাবার গরম করে নেওয়া যায় এই মাইক্রোওয়েভে। শুধু তা-ই নয়, চটজলদি রান্নার জন্যও দারুণ উপযোগী এটি। কিন্তু অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো মাইক্রোওয়েভেরও বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মাইক্রোওয়েভ কোথায় রাখা উচিত। আর কোথায় রাখলেই বা সেটা বিপদ ডেকে আনতে পারে।
advertisement
2/7
আসলে অনেকেই ছোট বাড়িতে থাকেন। ফলে জায়গা কম হওয়ার কারণে যে কোনও কোণায় রেখে দেন মাইক্রোওয়েভ। কখনও কখনও এই বিষয়টা বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে। ঘরের কোন কোন জায়গায় মাইক্রোওয়েভ রাখা উচিত নয়, সেই বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/7
গ্যাস স্টোভের কাছে মাইক্রোওয়েভ: গ্যাস থেকে নির্গত তাপ মাইক্রোওয়েভের বাইরের অংশ এবং ইন্টারনাল সার্কিটের উপর প্রভাব ফেলে। যার জেরে শর্ট সার্কিট হতে পারে কিংবা অতিরিক্ত গরম হয়ে যেতে থাকে মাইক্রোওয়েভ। আর তাপের কারণে মাইক্রোওয়েভের ইলেকট্রনিক সিস্টেম নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে।
advertisement
4/7
বেসিনের কাছে মাইক্রোওয়েভ: ওয়াশ বেসিন অথবা জলের আশপাশে মাইক্রোওয়েভ রাখা উচিত নয়। কারণ এটি আসলে একটি ইলেকট্রনিক ডিভাইস। কারণ জলের জেরে বিদ্যুৎস্পৃষ্ট অথবা শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা থাকে। ভুল করে যদি মেশিনের মধ্যে জলের ছিটে চলে যায়, তাহলে মেশিন নষ্ট হয়ে যেতে পারে।  এমনকী তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
advertisement
5/7
ফ্রিজ অথবা ভারী ইলেকট্রনিক ডিভাইসের উপর মাইক্রোওয়েভ: অনেকে রান্নাঘরের জায়গা বাঁচানোর জন্য ফ্রিজ অথবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের উপর মাইক্রোওয়েভটি রেখে দেন। কিন্তু এটা পুরোপুরি ভুল। কারণ এই ডিভাইসগুলি ভাইব্রেশন এবং তাপ উৎপাদন করে। যা মাইক্রোওয়েভের কার্যকারিতার উপর প্রভাব ফেলে। ফলে সময়ের আগেই নষ্ট হয়ে যেতে পারে এই ডিভাইসগুলি।
advertisement
6/7
রান্নাঘরের ক্যাবিনেটে মাইক্রোওয়েভ: অনেকে রান্নাঘরের ক্যাবিনেটের মধ্যে রেখে দেন মাইক্রোওয়েভ। ফলে সেখানে প্রয়োজনীয় ভেন্টিলেশন বা বায়ুচলাচল থাকে না। আর কাজ করার সময় গরম হাওয়া বার করে দেওয়ার জন্য মাইক্রোওয়েভের পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয়। বদ্ধ জায়গায় রাখা হলে তা অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভের আশপাশে ৫-৬ ইঞ্জি খালি জায়গা থাকা উচিত, যাতে এর থেকে হাওয়া চলাচল হতে পারে।
advertisement
7/7
বাচ্চাদের নাগাল থেকে দূরে রাখা জরুরি: মাইক্রোওয়েভ এমন জায়গায় রাখা উচিত, যেখানে ছোট বাচ্চারা পৌঁছতে পারে না। কারণ খেলতে খেলতে বাচ্চারা এই ডিভাইস অন করে দিতে পারে। ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই উপরের তাকে রাখা উচিত মাইক্রোওয়েভ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Microwave Tips: রান্নাঘরের এই জায়গাগুলিতে মাইক্রোওয়েভ রেখেছেন? বড় বিপদ এড়াতে এখুনি সরান, নাহলে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল