4 Tips to Buy Second Hand Car: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন? এই বিষয়গুলি না জানলে গুরুতর ফল ভুগতে হবে
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
Last Updated:
West Bardhaman News: ইঞ্জিন থেকে ইন্টেরিয়ার, পুরনো গাড়ি কেনার আগে কী কী দেখতে হবে? সঙ্গে নিয়ে যাবেন কাকে? জানুন বিস্তারিত
advertisement
1/5

সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? অনেক সময় পুরনো গাড়িও আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। ড্রাইভ করার আনন্দ আপনাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। তবে তার আগে কিছু বিষয়ে আপনাকে মাথায় রাখতেই হবে।
advertisement
2/5
সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার চিন্তাভাবনা থাকলে প্রথমেই দেখতে হবে গাড়ির স্বাস্থ্য কেমন আছে। অর্থাৎ গাড়ির ইন্টেরিয়ার, যেমন সিট, ড্যাশবোর্ড, অন্দরসজ্জা সব ঠিকঠাক আছে কিনা। পাশাপাশি গাড়ির বাইরের অংশ কেমন আছে তা দেখে নেওয়া গুরুত্বপূর্ণ।
advertisement
3/5
এই বিষয়ে একটি শোরুমের দক্ষ মেকানিক সৌরভ বেসরা বলছেন, পুরনো গাড়ি কেনার সময় অবশ্যই গাড়ির ইঞ্জিন দেখে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গাড়ির ইঞ্জিনের অবস্থা ভালো না থাকলে সেই গাড়ি এড়িয়ে যাওয়া ভাল। গাড়িটি আপনার কেনার আগে পর্যন্ত কত কিলোমিটার চলেছে সেই দিকেও নজর দিতে হবে।
advertisement
4/5
তিনি এও জানাচ্ছেন, পুরানো গাড়ি কেনার সময় সেই গাড়ির কাগজপত্র খুঁটিয়ে দেখতে হবে। যা রেজিস্ট্রেশনের আগেই জেনে নিতে হবে। গাড়ির সমস্ত কাগজপত্র, বীমা ঠিকঠাক থাকলে তবেই সেই গাড়ি নেওয়া উচিত। গাড়ির স্বাস্থ্য ভাল থাকলেও, রেজিস্ট্রেশন বেশি পুরানো হলে সেই গাড়ি এড়িয়ে যাওয়া শ্রেয়।
advertisement
5/5
গাড়ি কেনার আগে সেই গাড়ির ট্র্যাক রেকর্ড যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন গাড়িটি দুর্ঘটনার মুখে পড়েছিল কিনা, বা সেই গাড়ির মাইলেজ কেমন, ইত্যাদি বিষয়গুলি জেনে নিতে হবে। এক্ষেত্রে কেনার আগে সঙ্গে একজন মেকানিক নিয়ে গেলে সবথেকে ভাল হয়। কারণ বিক্রেতা সব সময় সঠিক নাও জানাতে পারেন।