Pulsar 250: ছ'মাসে বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার, গোটা দেশের বাজার কাঁপাচ্ছে এই মোটরসাইকেল
- Published by:Suman Majumder
Last Updated:
Bajaj Pulsar 250: মাত্র ৬ মাসে এত জনপ্রিয় এই মোটরসাইকেল! ভারতের বাজার কাঁপাচ্ছে এই মডেল।
advertisement
1/6

পালসার। নামটাই যথেষ্ট। ভারতের বাজারে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল বললেও ভুল বলা হবে না হয়তো। পালসার-এর সঙ্গে ভারতীয় গ্রাহকদের পরিচিত অনেক বছরের।
advertisement
2/6
গত বছর অক্টোবরে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Pulsar 250. ৬ মাসের মধ্যে বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার। ১০ হাজার মানুষ এই মোটরসাইকেল কিনেছেন ইতিমধ্যে।
advertisement
3/6
Suzuki Gixxer 250, KTM 250 Duke, Yamaha FZ25-এর মতো জনপ্রিয় মডেলগুলির সঙ্গে প্রতিযোগিতা ছিল Pulsar 250-র। তবে বিক্রির ব্যাপারে সবাইকে পিছনে ফেলেছে বাজাজ-এর এই মডেল।
advertisement
4/6
পালসার এন ২৫০ ও পালসার এফ ২৫০- এই দুটি মডেল লঞ্চ হয়েছিল। এত সস্তায় ২৫০ সিসি সেগমেন্টে আর কোনও সংস্থা এদেশে মোটরসাইকেল লঞ্চ করতে পারেনি।
advertisement
5/6
২৪৯.০৭ সিসি ইঞ্জিন। ২১.৫ এনএম পিক টর্ক। ২৪.৫ পিএস পাওয়ার। স্লিপার ক্লাচ, এলইডি লাইট, গিয়ার ইন্ডিকেটর, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট রয়েছে এই মডেলে।
advertisement
6/6
৬ মাসের মধ্যেই দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে এই মডেল। যদিও পালসারের সঙ্গে ভারতীয় গ্রাহকদের সম্পর্ক প্রায় ২ দশক ধরে চলছে।