স্মার্টফোনে টয়লেটের থেকে বেশি জীবাণু! ২৮ দিন বড় বিপদ, গবেষণার ভয়ঙ্কর রিপোর্ট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bacteria on Smartphones: আপনার হাতের মোবাইলে টয়লেটের থেকে বেশি জীবাণু! কী করে বুঝবেন!
advertisement
1/7

জানেন কি, আপনার হাতের স্মার্টফোনে টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু লুকিয়ে থাকতে পারে! শুনে অবাক হচ্ছেন তো!
advertisement
2/7
আপনার স্মার্টফোনে টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু থাকতে পারে। সম্প্রতি এমনই দাবি করা হয়েছে একটি গবেষণার রিপোর্টে।
advertisement
3/7
NordVPN-এর রিসার্ট রিপোর্ট বলছে, স্মার্টফোনে থাকা জীবাণু কমপক্ষে ২৮ দিন সক্রিয় থাকতে পারে। তা হলে বুঝতেই পারছেন, জেনে শুনে কী বিপদ আমরা ডেকে আনছি!
advertisement
4/7
অনেকেরই স্মার্টফোন হাতে নিয়ে টয়লেটে যাওয়ার অভ্যেস। আর বিপদের সূত্রপাত সেখান থেকেই। বলা হয়েছে, প্রতি ১০ জনের মধ্যে অন্তত ৬ জন টয়েলেটে এখন ফোন নিয়ে যান।
advertisement
5/7
টয়লেটে ফোন নিয়ে যাওয়া মানুষদের মধ্যে ৬১.৬ শতাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বসে বসে। ৩৩.৯ শতাংশ মানুষ কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন। ২৪.৫ শতাংশ মানুষ জীবনের বিশেষ মানুষের সঙ্গে কথা বলার জন্য ফোন নিয়ে টয়লেটে যান।
advertisement
6/7
আপনার স্মার্টফোনে বেঁচে থাকতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া। সেগুলো আপনাকে অসুস্থ করে তুলতে পারে। ফলে আজ থেকেই সাবধান হয়ে যান।
advertisement
7/7
মোবাইল ব্যবহারের পর হাত ভাল করে না ধুয়ে খাবার খাবেন না। এতে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে।