TRENDING:

Google-এ ভুলেও এই সার্চ করবেন না, সারা জীবন পস্তাতে হবে, হতে পারে জেলও

Last Updated:
গুগল সার্চের সঙ্গে সাবধান, ভুলে এগুলি সার্চ করবেন না ৷
advertisement
1/6
Google-এ ভুলেও এই সার্চ করবেন না, সারা জীবন পস্তাতে হবে, হতে পারে জেলও
ছোট থেকে বড় এখন সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকেন ৷ পড়াশোনা থেকে বিনোদন সব প্রশ্ন, সমস্যার উত্তর খোঁজার প্রথম জায়গা হচ্ছে Google ৷ তবে কখনও ভেবে দেখেছেন গুগলে আমাদের কী কী সার্চ করা উচিত নয় ৷ কারণ এর জন্য জেলও হতে পারে ৷ শুধু তাই নয়, সার্চিংয়ের সময় করা কয়েকটি ভুলে আপনাকে সারা জীবন পস্তাতে হতে পারে ৷
advertisement
2/6
ইন্টারনেটে এক ক্লিকে বিপুল সংখ্যক কনটেন্ট পাওয়া যায় ৷ খেয়াল রাখতে হবে আপনি যেন কখনও অবৈধ কোনও কিছু সার্চ না করেন ৷ যেমন ধরুন গুগলে বোমা তৈরি করবেন কী করে এরকম কোনও সার্চ ভুলেও করবেন না ৷ এর জন্য শ্রীঘরেও যেতে হতে পারে ৷
advertisement
3/6
চাইল্ড পর্নোগ্রাফি: ভারতে চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত নিয়ম অত্যন্ত কড়া ৷ ফলে এরকম সার্চ ভুলেও করবেন না ৷ এছাড়া এই ধরনের পর্নোগ্রাফিক সাইটে বিভিন্ন ম্যালওয়্যার থাকে যা আপনার হ্যান্ডসেট বা মোবাইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে ৷
advertisement
4/6
শিশু জন্মানোর আগে তার লিঙ্গ জানার চেষ্টা আমাদের দেশে বেআইনি ৷ আপনি যদি এই সংক্রান্ত কোনও সার্চ করেন বা পাওয়া যায় এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জেল পর্যন্ত হতে পারে ৷
advertisement
5/6
আজকাল বেশিরভাগ সংস্থা কাস্টোমার কেয়ারের সুবিধা দিয়ে থাকে ৷ অনেক সময়ই আমরা সংস্থার কাস্টোমার কেয়ার নম্বর ইন্টারনেট থেকে নিয়ে ফোন করে থাকি ৷ আর এর সুযোগই নিয়ে থাকে স্ক্যামাররা ৷ ইন্টারনেটে উপস্থিত SEO-র সাহায্যে একটি ফেক সাইট তৈরি করে ৷ এর জেরে ব্যবহারকারীদের সামনে নকল নম্বর সার্চিংয়ে চলে আসে ৷ এই নম্বরে ভুলে ফোন করলেই স্ক্যামাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পর্যন্ত হাতিয়ে নেয় ৷ খোয়াতে পারেন আপনার সমস্ত টাকা ৷
advertisement
6/6
অনেকেই আজকাল শরীর খারাপ হলেও গুগলে সেই সংক্রান্ত সার্চ করতে থাকেন ৷ আবার গুগল থেকে দেখে ওষুধও খেয়ে থাকেন ৷ তবে বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এরকম ভুল কখনও করবেন না ৷ এর জন্য জেল না হলেও আপনি হাসপাতালে পৌঁছে যেতে পারেন ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google-এ ভুলেও এই সার্চ করবেন না, সারা জীবন পস্তাতে হবে, হতে পারে জেলও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল