TRENDING:

বছর শেষে ফ্লিপকার্টে ঝড়! মাত্র ৫৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে iPhone 16! বছরের সবচেয়ে বড় অফারে হইচই

Last Updated:
প্রায় ৮০ হাজার টাকা মূল্যের এই ফোন এবার পাওয়া যাবে মাত্র ৫৫,৯৯৯ টাকায়।। অর্থাৎ ২৪ হাজার টাকা সাশ্রয় হতে চলেছে আইফোন গ্রাহকদের। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) মিলছে এই বিশেষ ছাড়।
advertisement
1/5
বছর শেষে ফ্লিপকার্টে ঝড়! মাত্র ৫৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে iPhone 16! বছরের সবচেয়ে বড় অফার
আইফোন ব্যবহারকারীদের জন্য বছর শেষে এল সুপার সুখবর। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের Buy Buy 2025 সেলে বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে অ্যাপেলের iPhone 16। প্রায় ৮০ হাজার টাকার এই স্মার্টফোন সেলে পাওয়া যাচ্ছে মাত্র ₹৫৫,৯৯৯-এ। অর্থাৎ গ্রাহকরা পাচ্ছেন মোট ₹২৪,০০০ পর্যন্ত সাশ্রয়।
advertisement
2/5
iPhone 17 বাজারে আসার পর iPhone 16–এর দাম একবার কমিয়ে ₹৬৯,৯০০ করা হয়েছিল। তার থেকেও এখন আরও ₹১৪,০০০ কমে দামের নতুন নীচের সীমা স্থির হয়েছে।
advertisement
3/5
ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী, কিছু নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে মিলছে অতিরিক্ত ছাড়ও। ফোনটি পাওয়া যাচ্ছে ১২৮জিবি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি—এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে।
advertisement
4/5
ফোনের ফিচার দিক থেকেও iPhone 16 যথেষ্ট শক্তিশালী—রয়েছে ৬.১-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লেব্যবহৃত হয়েছে আপেলের শক্তিশালী A18 বায়োনিক প্রসেসরগেমিং, মাল্টিটাস্কিং ও AI-ভিত্তিক ফিচারে দুর্দান্ত পারফরম্যান্স দেয়পাওয়া যাবে Apple Intelligence সুবিধা— স্মার্ট টাইপিং, উন্নত সিরি, ফটো এডিটিং সহ আরও অনেক নতুন ফিচার
advertisement
5/5
রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যা কম আলোতেও ভালো ছবি তোলেআসে iOS 18 সহ, ভবিষ্যতে iOS 26 পর্যন্ত আপগ্রেড করা যাবেবছরের অন্যতম বড় ডিসকাউন্ট হওয়ায় iPhone 16 কেনার এটাই সেরা সুযোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বছর শেষে ফ্লিপকার্টে ঝড়! মাত্র ৫৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে iPhone 16! বছরের সবচেয়ে বড় অফারে হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল