TRENDING:

Artificial Intelligence: কোন পথে এগোবে কৃত্রিম মেধা! মানুষের পৃথিবী এখনও দিশাহীন

Last Updated:
চলতি বছরের শুরুতে, বলা ভাল নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সারা বিশ্ব তোলপাড় করেছিল চ্যাটবট ChatGPT।
advertisement
1/8
কোন পথে এগোবে কৃত্রিম মেধা! মানুষের পৃথিবী এখনও দিশাহীন
শেষ হয়ে এল ২০২৩ সাল। এই একটা বছরে সব থেকে বড় চমক এসেছে বিজ্ঞান ও প্রযুক্তির তরফ থেকে। সেই চমকের নাম অবশ্যই কৃত্রিম মেধা বা AI।
advertisement
2/8
চলতি বছরের শুরুতে, বলা ভাল নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সারা বিশ্ব তোলপাড় করেছিল চ্যাটবট ChatGPT। ২০২২ সালের শেষ থেকেই তার আনাগোনা শুরু হয়ে গিয়েছিল, তাই নতুন বছরে পশ্চিমা উন্নত দেশের নবীন প্রজন্মের পড়ুয়ারা রীতিমতো কাজে লাগাতে শুরু করেছিল কৃত্রিম মেধাকে।
advertisement
3/8
একথা সত্যি যে, মানুষের কল্পনার কৃত্রিম মেধা, যা একেবারে মানুষের প্রতিরূপ, তা হয়ে উঠতে পারেনি বাস্তবের AI। সেজন্য এখনও। অনেকটা পথ পেরোতে হবে তাকে। তবে শান্ত পুকুরে ঢিল পড়ার মতোই ঢেউ তুলেছে AI, গেল গেল রব উঠেছে চারদিকে। বলা হচ্ছে, শিক্ষক, অধ্যাপক, চিত্রশিল্পী বা সাংবাদিকের কাজ এবার একাই করে দেবে চ্যাটবট। মানুষ হারাবে জীবিকা।
advertisement
4/8
তারপাশেই রয়েছে প্রতারণা। মানুষের তৈরি এই কৃত্রিম মেধাকে যে খুব সহজেই ‘খারাপ’ কাজে ব্যবহার করা সম্ভব, তাও স্পষ্ট হয়ে গিয়েছে। প্রযুক্তির উন্নতিকে বোধহয় সব থেকে সাবলীল ভাবে ব্যবহার করছে মানুষ প্রতারণার কাজে।
advertisement
5/8
AI-জেনারেটেড ডিপফেকস এতবেশি বিশ্বাসযোগ্য যে সহজেই মানুষ প্রতারিত হতে পারেন। এবছরের শেষ নাগাদ, AI সঙ্কট নিয়ে আলোচনায় বসেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল AI আইনি সুরক্ষার চুক্তি। তবে মনে হয় না, ২০২৫ সালের আগে এই আইন প্রণয়ন করা সম্ভব হবে। মার্কিন কংগ্রেস এই বিষয়ে এখনও কিছু ভাবেনি।
advertisement
6/8
তবে এই প্রযুক্তি একেবারেই নতুন নয়। গত শতকের ৯০ দশক থেকেই চলছে এর ব্যবহার। এই বছর তার ব্যাপক প্রভাব পড়েছে চ্যাটবটের কল্যাণে। অনেক আগেই এসেছে স্বর সনাক্তকরণ বা স্ব-চালিত কথোপকথনের প্রযুক্তি। তবে এবার ভাষা প্রশিক্ষণের মাধ্যমে অনেক ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে কৃত্রিম মেধা। সেই পদ্ধতিকে অপপ্রয়োগ করা খুব সহজ।
advertisement
7/8
বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা ২০২৪ সালে এই প্রযুক্তির আরও খারাপ দিকটি উঠে আসতে পারে। আমেরিকা বা ভারতের মতো একাধিক বড় নির্বাচন রয়েছে আগামী বছর, যা হয়তো নির্ধারণ করে দেবে আগামীর পথ, গোটা পৃথিবীর জন্য। সেখানে হস্তক্ষেপ করতে পারে কৃত্রিম মেধা।
advertisement
8/8
AI-এর উন্নতি হবে আরও। ভাষাগত বা চিত্রগত দক্ষতা আরও বাড়বে, আরও নির্ভুল হবে উৎপাদন। তখন আসল নকলের ফারাক করা মুশকিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কী উপায় কাজ করবে তা এখনও স্থির করাই যায়নি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Artificial Intelligence: কোন পথে এগোবে কৃত্রিম মেধা! মানুষের পৃথিবী এখনও দিশাহীন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল