Liquor Home Delivery: ঘরে বসেই পেয়ে যাবেন মদ, কোন অ্যাপে, কী ভাবে করবেন রেজিস্ট্রেশন? জানুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Alcohol delivery delhi: মদ হোম ডেলিভারি করার অনুমতি দিল দিল্লি সরকার
advertisement
1/6

করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমতে শুরু করেছে। দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমছে। এই করোনা পরিস্থিতিকে মাথায় রেখে দেশি এবং বিদেশি মদ হোম ডেলিভারি করার অনুমতি দিল দিল্লি সরকার। এবার বাড়িতে বসেই মোবাইল অ্যাপ বা অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে মদের অর্ডার দিতে পারবেন দিল্লিবাসীরা। ১১ জুন থেকে দিল্লি সরকার থেকে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা।
advertisement
2/6
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র L-13 লাইসেন্স থাকা ব্যবসায়ীরাই অ্যালকোহল ডেলিভারি করতে পারবেন। তবে কোনও হস্টেল, অফিস এবং কোনও প্রতিষ্ঠানে মদ ডেলিভারি করা যাবে না। তবে এখন প্রশ্ন উঠেছে যে মদ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কোথায় এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। জেনে নিন...
advertisement
3/6
মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে অর্ডার দিলে, বাড়িতে বসেই পাবেন মদ। উল্লেখযোগ্য, ভারতে অনলাইনে মদ সরবরাহ সম্পর্কে এখনও কোনও পরিষ্কার তথ্য নেই। দিল্লি সরকার বা আবগারি দফতর এখনও কোনও অ্যাপ বা রেজিস্ট্রেশন শুরু করেনি। মদের হোম ডেলিভারির জন্য, কোথায় এবং কোন ওয়েবসাইটে বা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, সে সম্পর্কে দিল্লি সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। যদিও জানা গিয়েছে, ফোন কলের মাধ্যমে কোনও অর্ডার করা যাবে না। শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই অনলাইনে মদ অর্ডার করা যাবে।
advertisement
4/6
যে সব ব্যবসায়ীরা দিল্লিতে অনলাইনে মদ বিক্রি করতে ইচ্ছুক সকলকেই নির্দিষ্ট অ্যাপ ও পোর্টালে রেজিস্টার করতে হবে। এছাড়াও রয়েছে বিশেষ ভেরিফিকেশন প্রসেস।
advertisement
5/6
দিল্লিতে মদের হোম ডেলিভারির জন্য অ্যাপ কোম্পানি বা ওয়েবসাইটগুলির মধ্যে কেও কোনও ঘোষণা করে নি। গত বছর পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওডিশা মত কিছু রাজ্য মদের ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছিল। Amazon, BigBasket, Swiggy, এবং Zomato-র মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকেই অনলাইনে মদের অর্ডার করতে পারছিলেন ইউজারেরা।
advertisement
6/6
যদিও দিল্লিতে অনলাইনে মদ ডেলিভারি এই প্রথম নয়। গত বছরেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল কেজরিওয়াল সরকার। গত বছরেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল কেজরিওয়াল সরকার। Q-Token ব্যবহার করে অনলাইনে মদ অর্ডার করা যাচ্ছিল।