TRENDING:

iPhone 14: ৩৩ হাজার টাকা ছাড়! সবচেয়ে সস্তায় কিনে ফেলুন iPhone 14

Last Updated:
এখন Apple iPhone-এর সর্বশেষ সংস্করণ iPhone 14 মিলবে সাধ্যের মধ্যেই। কারণ, পাওয়া যাচ্ছে বিরাট ছাড়।
advertisement
1/6
৩৩ হাজার টাকা ছাড়! সবচেয়ে সস্তায় কিনে ফেলুন iPhone 14
iPhone— নামটা শুনলেই গ্যাজেট প্রেমীদের মনে রোমাঞ্চ জাগে। আসলে এর যেমন ফিচার তেমনই ডিজাইন। কিন্তু দাম যে হাতের নাগালের বাইরে!ফলে বেশির ভাগ মানুষকেই বেছে নিতে হয় android। তবে হতাশা হওয়ার কিছু নেই। দিন বদলে গেছে। এখন Apple iPhone-এর সর্বশেষ সংস্করণ iPhone 14 মিলবে সাধ্যের মধ্যেই। কারণ, পাওয়া যাচ্ছে বিরাট ছাড়।
advertisement
2/6
ই-কমার্স সাইটে iPhone 14-এ মিলতে চলেছে ৩৩ হাজার টাকার বিরাট ছাড়। শুধু তাই নয়, অন্য অনেক ব্যাঙ্ক অফারের সঙ্গে iPhone 14-এ পাওয়া যাবে EMI-এর সুবিধাও। থাকছে ডিভাইস এক্সচেঞ্জ ডিসকাউন্টও। iPhone 14-এর উপর যে সমস্ত অফার প্রযোজ্য রয়েছে, তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হল।
advertisement
3/6
iPhone 14-এ ব্যাঙ্ক ডিসকাউন্ট: ই-কমার্স ওয়েবসাইট Flipkrt-এ কেনাকাটা করলে iPhone 14-এর দাম দেখাবে ৭৯,৯০০ টাকা। ডিসকাউন্ট দিয়ে এর দাম দাঁড়াচ্ছে ৭১,৯৯৯ টাকা। এছাড়া iPhone 14 কেনার সময় অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে মিলবে ৫ শতাংশ ছাড়। আর যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে ৪ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
advertisement
4/6
iPhone 14-এ ইএমআই সুবিধা: মাসিক কিস্তি অর্থাৎ EMI-তে iPhone 14 কেনার সুবিধাও রয়েছে। এই অফারে ৩ হাজার টাকা EMI থেকে শুরু করে প্রতি মাসে ১২ হাজার টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও গ্রাহক Flipkrt Pay Latter অফারে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
advertisement
5/6
৩৩ হাজার টাকা ডিসকাউন্ট: ই-কমার্স সাইট Flipkrt-এ এক্সচেঞ্জ অফারও রয়েছে। এই অফারে কেউ তাঁর পুরনো ফোনের বিনিময়ে ৩৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে পুরনো স্মার্টফোন যেন ভাল অবস্থায় থাকে। এক্সচেঞ্জ অফারে পুরনো ফোনের দাম Flipkrt নির্ধারণ করবে।
advertisement
6/6
iPhone 14-এর স্পেসিফিকেশন এবং ক্যামেরা: iPhone 14-এ রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। সঙ্গে থাকছে A15 বায়োনিক চিপ। পাশপাশি ১২ মেগাপিক্সেল+১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। থাকছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। ডিভাইসে সেরামিক শিল্ডের সুরক্ষা বলয়ে ঘেরা থাকছে। দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
iPhone 14: ৩৩ হাজার টাকা ছাড়! সবচেয়ে সস্তায় কিনে ফেলুন iPhone 14
Open in App
হোম
খবর
ফটো
লোকাল