iPhone: সুরক্ষা কবচ, আইফোনের বিরাট সুবিধা, নিজের ফোনের সঙ্গে মিলিয়ে নিন, আছে আপনার কাছে?
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আইফোন ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করার অনেক উপায় আছে। কিন্তু এই নির্দেশিকায়, আমরা আলোচনা করব কীভাবে অ্যাপলের নিজস্ব দুটি স্ক্যানিং অ্যাপ- নোট এবং ফাইল ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করা যায়।
advertisement
1/7

খুব সহজেই ডকুমেন্ট স্ক্যান করার অপশন থাকা যে কোনও ফোনের ক্ষেত্রে সত্যিকারের গেম-চেঞ্জার। আমাদের কাজের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলিকে আমাদের অনেক সময় ডিজিটাইজ করতে হয়। এছাড়াও এখন যে কোনও ডকুমেন্টকে কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্ক্যান করাই শ্রেয়।
advertisement
2/7
কিন্তু সমস্যা হল বেশির ভাগ স্ক্যানিং টুলগুলিই আমাদের তেমন উন্নত মানের স্ক্যানিং দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে কালার স্ক্যানিংয়ের মান ভাল থাকে না। আজ আমরা এমন একটি টুলের কথা বলব যা স্ক্যানিংয়ের জন্য একেবারে উপযুক্ত।
advertisement
3/7
Apple iPhone এমনই একটি শক্তিশালী এবং সুবিধাজনক স্ক্যানিং টুল। এর উন্নত ক্যামেরা প্রযুক্তির জন্য এটি স্ক্যানিং ব্যবহারের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই যাঁরা আইফোন ব্যবহার করেন তাঁরা এই স্ক্যানিং টুল ব্যবহার করতে পারেন।
advertisement
4/7
আইফোন ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করার অনেক উপায় আছে। কিন্তু এই নির্দেশিকায়, আমরা আলোচনা করব কীভাবে অ্যাপলের নিজস্ব দুটি স্ক্যানিং অ্যাপ- নোট এবং ফাইল ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করা যায়।
advertisement
5/7
নোট অ্যাপ ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান • এর জন্য প্রথমে আমাদের আইফোনের নোট অ্যাপ খুলতে হবে • একটি নোট তৈরি করতে হবে • নিচে ক্যামেরা আইকনে আলতো প্রেস করে তারপর 'স্ক্যান ডকুমেন্ট'-এ আলতো করে প্রেস করতে হবে
advertisement
6/7
• যে ডকুমেন্টটি স্ক্যান করতে হবে তা ক্যামেরার সামনে রাখতে হবে। এবারে ক্রপের সাহায্যে বারটিকে টেনে প্রয়োজন অনুসারে ছবিটির আকার নির্ণয় করতে হবে• এবারে ‘সেভ’ অপশনটি নির্বাচন করতে হবে
advertisement
7/7
ফাইল অ্যাপ ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান• এর জন্য প্রথমে আইফোনের ফাইল অ্যাপ খুলতে হবে• এরপর আইফোন ফাইল অ্যাপ খুলতে হবে• স্ক্রিনের উপরের ডানদিকে কোণে তিনটি ডট আইকনে আলতো প্রেস করতে হবে৷• এখানে, স্ক্যান ডকুমেন্টে আলতো প্রেস করতে হবে• যে ডকুমেন্টটি সেভ/শেয়ার করতে হবে সেটি স্ক্যান করতে হবে• এরপর ‘সেভ’ অপশনে আলতো প্রেস করতে হবে