Apple iPhone 15: লঞ্চ হতে চলেছে iPhone 15, এক নজরে দেখে নিন ফিচার! ফোনের দাম কত জানুন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Apple iPhone 15: জনপ্রিয় কোম্পানি অ্যাপল সাধারণত তাদের নতুন ফোন লঞ্চ করে থাকে সেপ্টেম্বর মাসে। সুতরাং মনে করা হচ্ছে যে এই বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হতে পারে অ্যাপলের iPhone 15।
advertisement
1/10

জানা গিয়েছে যে, iPhone 15 লঞ্চ হতে আর মাত্র ২ মাস বাকি। জনপ্রিয় কোম্পানি অ্যাপল সাধারণত তাদের নতুন ফোন লঞ্চ করে থাকে সেপ্টেম্বর মাসে। সুতরাং মনে করা হচ্ছে যে এই বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হতে পারে অ্যাপলের iPhone 15। (ছবি: আইফোন ১৪)
advertisement
2/10
মনে করা হচ্ছে যে, ভারতে সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া iPhone 15-এর দাম হতে পারে প্রায় ৮০,০০০ টাকা। কিন্তু, এই বিষয়ে অ্যাপলের তরফে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। সুতরাং সেপ্টেম্বর মাসে যদি ভারতে iPhone 15 লঞ্চ হয়, তখন এর সঠিক দাম জানতে পারা যাবে। (ছবি: আইফোন ১৪ প্রো)
advertisement
3/10
ভারতে যে সেপ্টেম্বর মাসে iPhone 15 লঞ্চ হতে পারে, সেই বিষয়ে জানিয়েছেন টিপস্টারের ড্যান ইভস। তিনি জানিয়েছেন যে, iPhone 15-এর দাম প্রায় $২০০ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৪৯০ টাকা। এছাড়াও তিনি জানিয়েছেন যে, ভারতে এই ফোনের দাম হতে পারে ৮০,০০০ টাকা। যদি কোম্পানি এই ফোনের উপরে কোনও অফার দেয়, তাহলেই এই দামে iPhone 15 লঞ্চ করা হতে পারে। (ছবি: আইফোন ১১ প্রো ম্যাক্স)
advertisement
4/10
টিপস্টারের ড্যান ইভসের দাবি অনুযায়ী iPhone 15 Pro ফোনের দাম হতে পারে $১,১৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৮,৯৫০ টাকা। অন্য দিকে, iPhone 15 Pro Max ফোনের দাম হতে পারে $১,২৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৭,০৯০ টাকা। (ছবি: আইফোন ১৪)
advertisement
5/10
২০২৩ সালে যে iPhone 15 লঞ্চ করা হবে, তার সঙ্গে ব্যবহার করা হতে পারে USB Type-C পোর্ট। অ্যাপলের লাইটিং পোর্টের পরিবর্তে এই পোর্ট ব্যবহার করা হতে পারে। (ছবি: আইফোন ১১)
advertisement
6/10
জানা গিয়েছে যে, iPhone 15-তে ব্যবহার করা হতে পারে একটি পাঞ্চ হোল ডিজাইনের নকশা যুক্ত ডিসপ্লে। iPhone 15-এর সমস্ত সিরিজের ফোনে এই ডিজাইন ব্যবহার করা হতে পারে। (ছবি: আইফোন ১৪)
advertisement
7/10
iPhone 15-তে ব্যবহার করা হতে পারে Apple’s Bionic A16 চিপসেট। অন্য দিকে, নতুন A17 SoC ব্যবহার করা হতে পারে iPhone 15-এর প্রো মডেলে। (ছবি: আইফোন ১১)
advertisement
8/10
iPhone 15-তে ব্যবহার করা হতে পারে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। যা ইতিমধ্যেই iphone 14 সিরিজের প্রো মডেলে ব্যবহার করা হয়েছে। (ছবি: আইফোন ১৪ প্রো)
advertisement
9/10
iPhone 15 Pro Max-এ ব্যবহার করা হতে পারে আধুনিক ক্যামেরা মডিউল। যাতে থাকতে পারে অন্যান্য সেন্সর ছাড়াও ৫-৬ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম যুক্ত পেরিস্কোপ লেন্স। (ছবি: আইফোন ১৩)
advertisement
10/10
iPhone 15-এর সঙ্গে সম্ভবত কোনও চার্জার দেওয়া হবে না। কারণ অ্যাপল iPhone 12 সিরিজের লঞ্চের সময় থেকেই তাদের ফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। (ছবি: আইফোন ১৪ প্রো)