Apple: iPhone 14 সিরিজ, তিনটি প্রিমিয়াম ঘড়ি! আর কী কী লঞ্চ করল Apple! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Apple: শুধুই কী iPhone 14? আর কী কী লঞ্চ করল Apple? এক নজরে দেখে নিন বিস্তারিত!
advertisement
1/5

Apple তার ‘ফার আউট’ (Far Out) ইভেন্টে লঞ্চ করেছে নতুন iPhone 14 এবং iPhone 14 Pro লাইনআপ। এ দিকেই নজর ছিল বিশ্ববাসীর। কিন্তু একই সঙ্গে সংস্থার তরফে আরও বেশ কিছু পণ্য বাজারে আনা হয়েছে। তার মধ্যে রয়েছে Apple Watch 8 সিরিজ, Apple Watch SE এবং Apple Watch Altra। এ ছাড়াও, Apple বুধবার লঞ্চ করেছে তাদের নতুন AirPods Pro। এক নজরে জেনে নেওয়া যাক এই পণ্যগুলি সম্পর্কে বিস্তারিত—
advertisement
2/5
Apple Watch Altra: বুধবারের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাজারে এসেছে Apple Watch 8 সিরিজ, Apple Watch SE এবং Apple Watch Altra। সংস্থার তরফে জানান হয়েছে Apple Watch 8-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৪৫,৯০০ টাকা। পাশাপাশি Apple Watch Ultra-এর প্রারম্ভিক মূল্য ৮৯,৯০০ টাকা এবং নতুন প্রজন্মের Apple Watch SE-এর প্রারম্ভিক মূল্য ২৯,৯০০ টাকা রাখা হয়েছে।
advertisement
3/5
Apple AirPods 2nd Gen: Apple তার ইভেন্টে Apple AirPods Pro-ও লঞ্চ করেছে। Apple জানিয়েছে যে, এই নতুন এয়ারপডগুলিই হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে উন্নত এয়ারপড। AirPod Pro-এ রয়েছে 2022 H2 চিপ। এর মাধ্যমে আরও ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এ গুলি ছাড়াও, Apple এই নতুন এয়ারপডে আরও ভাল ANC এবং আপগ্রেড করা স্থানিক অডিও ফাংশন দিয়েছে।
advertisement
4/5
Apple iPhone 14 সিরিজ: Apple এই ইভেন্টে iPhone 14 সিরিজের iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এর চারটি মডেল বাজারে এনেছে। ভারতে iPhone 14-এর প্রাথমিক দাম ধার্য করা হয়েছে ৭৯,৯০০ টাকা, এই দাম এর বেস ভেরিয়েন্ট ১২৮ GB-এর জন্য প্রযোজ্য। এ ছাড়াও, ২৫৬ GB iPhone 14-এর দাম ৮৯,৯০০ টাকা এবং ৫১২GB-এর দাম ১,০৯,৯০০ টাকা।
advertisement
5/5
iPhone 14 Plus: Apple iPhone 14 Plus এর প্রারম্ভিক মূল্য ৮৯,৯০০ টাকা যা এর বেস মডেল ১২৮ GB ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এ ছাড়া এর ২৫৬ GB মডেলের দাম ধার্য করা হয়েছে ৯৯,৯০০ টাকা এবং ৫১২ GB মডেলের দাম রাখা হয়েছে ১,১৯,৯০০ টাকা। Apple iPhone 14 Pro-এর প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১,২৯,৯০০টাকা এবং iPhone 14 Pro Max-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১,৩৯,৯০০ টাকা।