advertisement
1/9

ইউপিআই ব্যাবহার করে অনলাইনে টাকার লেনদেন করেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ। দেশের সমস্ত ব্যাংকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে রিজার্ভ ব্যাংক। (Photo collected)
advertisement
2/9
RBI -এর সুরক্ষা বিভাগ থেকে তাতে জানানো হয়েছে যে AnyDesk মোবাইল অ্যাপ ব্যবহার করে একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অনেক টাকা চুরির করেছে হ্যাকারা। (Photo collected)
advertisement
3/9
শুধু স্মার্টফোন নয়, কম্পিউটার থেকে এনিডেস্ক ব্যবহার করলেও একই অবস্থা হতে পারে (Photo collected)
advertisement
4/9
AnyDesk একটি রিমোট অ্যাক্সেস প্রোগ্রাম যার সাহায্যে আপনি সহজেই ফাইল ট্রান্সফার করেতে পারেন। রাউটার কনফিগারেশন ছাড়াই অনেক স্পিডে ব্যবহার ফাইল ট্রান্সফার করা যায়। (Photo collected)
advertisement
5/9
এটার ফ্রি সংস্করণে নন কমার্শিয়াল ভাবে আপনি সকল প্রিমিয়ার ফিচার উপভোগ করতে পারবেন। যেটা টিম ভিউয়ারে করা যায় না।(Image: collected)
advertisement
6/9
ইনস্টল হওয়ার পর কোনওভাবে জেনারেট হওয়া ৯ সংখ্যার কোড জেনে তারা সাধারণ মানুষের স্মার্টফোন ও কম্পিউটারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে
advertisement
7/9
তারপর প্রোগ্রামিংয়ের সাহায্যে জেনে নেয় সেই ব্যক্তির ব্যাংকিং, মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট, ইউপিআই আইডি ও পাসওয়ার্ড।
advertisement
8/9
নিয়মিত পাসওয়ার্ড ও পিন বদলানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএমএস অ্যালার্ট থাকা জরুরি।
advertisement
9/9
তবে সবথেকে সহজ উপায় হল নিজের স্মার্টফোন বা কম্পিউটারে এনিডেস্ক ইনস্টল না করা।