TRENDING:

মোবাইলে রয়েছে এই অ্যাপ? টাকা গায়েব হতে পারে অ্যাকাউন্ড থেকে

Last Updated:
advertisement
1/9
মোবাইলে রয়েছে এই অ্যাপ? টাকা গায়েব হতে পারে অ্যাকাউন্ড থেকে
ইউপিআই ব্যাবহার করে অনলাইনে টাকার লেনদেন করেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ। দেশের সমস্ত ব্যাংকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে রিজার্ভ ব্যাংক। (Photo collected)
advertisement
2/9
RBI -এর সুরক্ষা বিভাগ থেকে তাতে জানানো হয়েছে যে AnyDesk মোবাইল অ্যাপ ব্যবহার করে একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অনেক টাকা চুরির করেছে হ্যাকারা। (Photo collected)
advertisement
3/9
শুধু স্মার্টফোন নয়, কম্পিউটার থেকে এনিডেস্ক ব্যবহার করলেও একই অবস্থা হতে পারে (Photo collected)
advertisement
4/9
AnyDesk একটি রিমোট অ্যাক্সেস প্রোগ্রাম যার সাহায্যে আপনি সহজেই ফাইল ট্রান্সফার করেতে পারেন। রাউটার কনফিগারেশন ছাড়াই অনেক স্পিডে ব্যবহার ফাইল ট্রান্সফার করা যায়। (Photo collected)
advertisement
5/9
এটার ফ্রি সংস্করণে নন কমার্শিয়াল ভাবে আপনি সকল প্রিমিয়ার ফিচার উপভোগ করতে পারবেন। যেটা টিম ভিউয়ারে করা যায় না।(Image: collected)
advertisement
6/9
ইনস্টল হওয়ার পর কোনওভাবে জেনারেট হওয়া ৯ সংখ্যার কোড জেনে তারা সাধারণ মানুষের স্মার্টফোন ও কম্পিউটারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে
advertisement
7/9
তারপর প্রোগ্রামিংয়ের সাহায্যে জেনে নেয় সেই ব্যক্তির ব্যাংকিং, মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট, ইউপিআই আইডি ও পাসওয়ার্ড।
advertisement
8/9
নিয়মিত পাসওয়ার্ড ও পিন বদলানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএমএস অ্যালার্ট থাকা জরুরি।
advertisement
9/9
তবে সবথেকে সহজ উপায় হল নিজের স্মার্টফোন বা কম্পিউটারে এনিডেস্ক ইনস্টল না করা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মোবাইলে রয়েছে এই অ্যাপ? টাকা গায়েব হতে পারে অ্যাকাউন্ড থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল