TRENDING:

Android Update: অ্যান্ড্রয়েড ব্যবহার করেন? চুরি থেকে শুরু করে জালিয়াতি—সব রুখবে গুগলের নতুন আপডেট!

Last Updated:
Android Update: মূলত স্ক্যাম বা জালিয়াতি মোকাবিলা করতে, ফোন চুরি ঠেকাতে এবং হাই-রিস্ক ব্যবহারকারীদের সুরক্ষা প্রদান করার জন্যই এই পদক্ষেপ তাদের।
advertisement
1/6
অ্যান্ড্রয়েড ব্যবহার করেন? চুরি থেকে শুরু করে জালিয়াতি—সব রুখবে গুগলের নতুন আপডেট!
চলতি বছরে Android-এর জন্য নিরাপত্তা এবং গোপনীয়তা সংক্রান্ত ফিচার চালু করেছে Google। মূলত স্ক্যাম বা জালিয়াতি মোকাবিলা করতে, ফোন চুরি ঠেকাতে এবং হাই-রিস্ক ব্যবহারকারীদের সুরক্ষা প্রদান করার জন্যই এই পদক্ষেপ তাদের। আসলে Google Messages ব্যবহারকারীদের জন্য প্রত্যেক মাসে লক্ষ লক্ষ সন্দেহজনক মেসেজ ব্লক করে দেয় এআই-চালিত ডিটেকশন সিস্টেম।
advertisement
2/6
বর্তমানে এটি বিপজ্জনক ক্রিপ্টো এবং আর্থিক জালিয়াতি, টোল রোড জালিয়াতি, গিফট কার্ড জালিয়াতি শনাক্ত করতে সক্ষম। এই ভাবে ব্যবহারকারীদের নিরাপদ রাখার আরও নানা কৌশল রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যবহারকারীদের ডিভাইসে নিজে থেকেই এই স্মার্ট ডিটেকশন হয়ে থাকে। সেই কারণে তাঁদের আলাপচারিতা গোপনই থাকে।
advertisement
3/6
এমনিতে হামেশাই অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে সাইবার জালিয়াতরা। দিনে দিনে প্রতারকরা উন্নত কৌশল ব্যবহার করছে। এমনকী গবেষণায় এ-ও দেখা গিয়েছে যে, অনেক সময় ব্যবহারকারীদের ফুঁসলে তাঁদের সিকিউরিটি সেটিংস পরিবর্তন করাচ্ছে অথবা তাঁদের সিস্টেমে ম্যালিশাস অ্যাপ প্রবেশ করানোর অনুমতি নিয়ে নিচ্ছে স্ক্যামাররা। এই ধরনের জালিয়াতি মোকাবিলা করতে তৎপর হয়েছে Google। কীভাবে তা ব্যবহারকারীদের সহায়ক হয়ে উঠবে, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
4/6
নিজেদের জিনিসপত্র এবং প্রিয়জনদের নিরাপদে রাখতে সহায়ক Find Hub: Android-এর জন্য সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার স্টেলা লোহ একটি ব্লগ পোস্টে লিখেছেন যে, নিজেদের সমস্ত জিনিসপত্র নিরাপদ রাখার পাশাপাশি ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখতেও সাহায্য করে Android। পার্কে হারিয়ে যাওয়া ফোন থেকে শুরু করে বিমানবন্দরে খোওয়া যাওয়া মালপত্র Find My Device-এর সাহায্যে খুঁজে পেতে সাহায্য করে Google। বর্তমানে এই ফিচারটি Find Hub-এর মাধ্যমে আরও সহায়ক হয়ে উঠেছে।
advertisement
5/6
লোহ বলেন, “Find Hub-এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ডিভাইস এবং ট্যাগড সামগ্রীর খোঁজ পাওয়া সম্ভব। এখানেই শেষ নয়, প্রিয় মানুষটি নিরাপদে নিজেদের বাড়ি ফিরেছেন কি না অথবা রাতের বেলা নিজের নিরাপত্তার জন্য লোকেশন শেয়ার করা - এই সমস্ত কাজ একসঙ্গেই হতে পারে। আমরা আমাদের পার্টনার হিসেবে আরও কম্প্যাটিবল ডিভাইস এবং ব্লুটুথ ট্যাগও আনছি।”
advertisement
6/6
আর চলতি বছরের শেষের দিকে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করা ডিভাইসগুলির ক্ষেত্রে Find Hub ইন্টিগ্রেটেড স্যাটেলাইট কানেক্টিভিটি-র সঙ্গে সিকিউরিটিকেও নিয়েছে। এর ফলে বন্ধু এবং পরিবারের সঙ্গে কানেক্টিভিটি বজায় থাকবে। এমনকী সেলুলার পরিষেবা না থাকলেও কানেক্টিভিটি বিচ্ছিন্ন হবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Android Update: অ্যান্ড্রয়েড ব্যবহার করেন? চুরি থেকে শুরু করে জালিয়াতি—সব রুখবে গুগলের নতুন আপডেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল