বিপদের মুখে লক্ষ লক্ষ মানুষ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করল সরকার! নিরাপদ থাকতে কী করবেন?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
অ্যান্ড্রয়েড ১৫ এবং ১৬ ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারত সরকার। CERT-In-এর মতে, এই দুর্বলতাগুলি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে ফেলতে পারে
advertisement
1/7

চলতি সপ্তাহে লক্ষ লক্ষ Android 15 ডিভাইস এবং Android 16-এ চলা Samsung-এর নতুন ফোনগুলি ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি বড়সড় সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে ভারত সরকার। চলতি মাসে নতুন এই রিস্ক সংক্রান্ত অ্যালার্ট এসেছে Indian Computer Emergency Response Team (CERT-In)-এর থেকে। যেখানে বলা হয়েছে যে, এই নিরাপত্তাজনিত সমস্যাগুলি কিন্তু আক্রমণকারীদের হাতে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য পৌঁছে দেবে। আক্রমণকারীদের নিশানায় থাকা সিস্টেমগুলিতে ডিনায়াল অফ সার্ভিসের মতো পরিস্থিতি তৈরি হবে।
advertisement
2/7
এই নিরাপত্তা সংক্রান্ত সমস্যাটির যোগ এমন অনেক নির্মাতাদের সঙ্গে রয়েছে, যারা অ্যান্ড্রয়েড ফোন তৈরির ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করে। আর তাঁদের উপর কোনও আশঙ্কার মেঘ দেখা দিলে তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে গ্রাহকদের উপর।
advertisement
3/7
নতুন এই সিকিউরিটি ওয়ার্নিং বা নিরাপত্তাজনিত সতর্কতা একটি বড়সড় উদ্বেগের বিষয়। কারণ এটি শুধুমাত্র পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনের উপরেই প্রভাব ফেলবে না, এটি লেটেস্ট ভার্সনটির উপরেও প্রভাব ফেলবে। যদিও লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েডটি শুধুমাত্র Samsung-এর মতো ব্র্যান্ডের হাতে গোনা কয়েকটি ডিভাইসের ক্ষেত্রেই বর্তমানে পাওয়া যাচ্ছে। Android সিকিউরিটির ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা সমস্ত নির্মাতাদেরই ঝুঁকির মুখে ফেলবে। সরকারের থেকে আসা বিশদ তথ্য একটি স্পষ্ট ধারণা এবং এর সম্ভাব্য প্রভাব দিয়েছে।
advertisement
4/7
Android সিকিউরিটি ইস্যু: বিষয়টা ঠিক কী? Android সিকিউরিটিতে CERT-In বুলেটিন এসেছে গত ২১ অগাস্ট ২০২৫ তারিখে। সেই সঙ্গে এসেছে হাই সিভিয়ারিটি রেটিংও। তাতে বলা হয়েছে যে, Framework, System, Kernel, Arm কম্পোনেন্ট, Imagination Technologies, MediaTek কম্পোনেন্ট, Qualcomm components এবং Qualcomm ক্লোজড-সোর্স কম্পোনেন্ট-এর ত্রুটির কারণেই অ্যান্ড্রয়েডে এই ঝুঁকিগুলি রয়েছে।
advertisement
5/7
Android সেগমেন্টে এগুলি বড় নামগুলির মধ্যে অন্যতম। একাধিক হার্ডওয়্যার ব্র্যান্ডের এই ভালনারেবিলিটিগুলিকেই কাজে লাগাতে চাইছে। আর এর জন্য মাসুল গুনতে হচ্ছে গ্রাহকদের।
advertisement
6/7
কারা ঝুঁকির আওতায় রয়েছে? সিকিউরিটি বুলেটিনটি স্পষ্ট ভাবেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোন ব্র্যান্ড এবং এই ফোনের ব্যবহারকারীদের ঝুঁকির মধ্যে ফেলেছে। আর আক্রমণকারীরাও তাদের আক্রমণ করছে। এই ব্যবহারকারীরা ডিভাইস ইনট্রুশনের ঝুঁকির মুখে পড়তে পারেন। যা তাঁদের সিস্টেমকে বিপদের মুখে ফেলতে পারে। সেই সঙ্গে তাঁদের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে এবং এমনকী অর্থ পর্যন্ত চুরি করে নিতে পারে।
advertisement
7/7
এই বিষয়টি নিয়ে কী বলছে Android? Android এই সমস্যাটি নিয়ে মুখ খুলেছে। সরকারের তুলে ধরা সিকিউরিটি ইস্যু ঠিকঠাক করেছে। অগাস্ট ২০২৫-এ প্রকাশিত ডিটেলড বুলেটিনে তারা এটি উল্লেখও করেছে।