শুরু Amazon Great Indian Festival ! দেখে নিন কোন কোন প্রোডাক্টে মিলছে বিশাল ছাড়
Last Updated:
advertisement
1/8

আজ, ২৯ সেপ্টেম্বর থেকে Amazon-এ শুরু হয়ে গিয়েছে Great Indian Festival সেল। ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই সেল। এই সেলে একাধিক প্রোডাক্টএ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। স্মার্টফোন, টিভি, রান্না ঘরের জিলিস, ফ্যাশন, গ্রসারি, বিউটি প্রডাক্টে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। দেখে নিন কোন ফোনগুলিতে রয়েছে বেস্ট ডিলস।
advertisement
2/8
Redmi 7A:Amazon-এর এই সেলে xiaomi-র বাজেট স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 5,499 টাকায়। এছাড়াও আপনি পেয়ে যাবেন ৫০০ টাকার ক্যাশব্যাক, যা জমা পরবে অ্যামাজন পে তে।
advertisement
3/8
Samsung Galaxy M30:বাজারে ১০ হাজার টাকার মধ্যে যে স্মার্টফোনগুলি রয়েছে তার মধ্যে এই ফোনটি তালিকার উপর দিকে রয়েছে। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 9,999 টাকায়।
advertisement
4/8
Oppo Reno 2: আপনি যদি Oppo-র লেটেস্ট হ্যান্ডসেট নেওয়ার কথা ভাবছেন তাহলে এই সুবর্ণ সুযোগটি হাত ছাড়া করবেন না। এই সেলে আপনি Oppo Reno 2 ফোনে পেয়ে যাবেন ৮% -এর কাছাকাছি ছাড়। শুধুমাত্র এটাই নয়, এই ফনে রয়েছে নো কষ্ট ইএমআই অপশন আর পরনো ফোন এক্সচেঞ্জের সুযোগ।
advertisement
5/8
Redmi 7: রেডমির এই বাজেট ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কিছু ডিলস। এই সেলে ফএ দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে। এছাড়াও আপ্নহি পেয়ে যাবেন ১০০০ টাকার অ্যামাজন পে ক্যাশব্যাক।
advertisement
6/8
Samsung Galaxy Note 9: Amazon-এর এই সেলে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 42,999 টাকায়।
advertisement
7/8
Samsung Galaxy Note 10: আপনি যদি Samsung-এর লেটেস্ট হ্যান্ডসেট নেওয়ার কথা ভাবছেন তাহলে এই সুবর্ণ সুযোগটি হাত ছাড়া করবেন না। এই সেলে আপনি Samsung Galaxy Note 10-এ পেয়ে যাবেন 7% ডিসকাউন্ট, রয়েছে No Cost EMI অপশন।
advertisement
8/8
গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলর জন্য এসবিআই-এর সঙ্গে হাত মিলিয়েছে Amazon। এই জন্য আপনি যদি কোনও কিছু SBI ডেবিট কার্ড ব্যাবহার করে কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন ১০% অ্যাডিশনাল ডিসকাউন্ট।