TRENDING:

Amazon Great Indian Festival Sale: বাড়ি হবে সিনেমাহল! পুজোর আগেই ঘরে নিয়ে আসুন নতুন স্মার্ট টিভি!

Last Updated:
Amazon Great Indian Festival Sale: বাজেট কম হলেও ক্ষতি নেই। ১৫ হাজার টাকার কমেও ভাল স্মার্ট টিভির বিপুল সম্ভার রয়েছে।
advertisement
1/6
বাড়ি হবে সিনেমাহল! পুজোর আগেই ঘরে নিয়ে আসুন নতুন স্মার্ট টিভি!
আর কয়েকদিন বাকি। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল থেকে কেনাকাটার এটাই শেষ সুযোগ। স্যামসং, এলজি, সোনি, এমআই-এর মতো সেরা ব্র্যান্ডের স্মার্ট টিভিতে এখনও মিলছে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়।
advertisement
2/6
বাজেট কম হলেও ক্ষতি নেই। ১৫ হাজার টাকার কমেও ভাল স্মার্ট টিভির বিপুল সম্ভার রয়েছে। পাশাপাশি ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা ৫০ হাজার টাকার ক্যাটেগরিও রয়েছে। প্রিমিয়াম ফিচার চাইলে ৭০ হাজার টাকা বা তার বেশি খরচ করতে হবে।
advertisement
3/6
Sony Bravia 139 cm (55 inches) 4K Ultra HD Smart LED Google TV: Sony Bravia ৫৫ ইঞ্চির টিভি। থাকছে 4K Ultra HD কোয়ালিটির রেজোলিউশন। সঙ্গে থাকছে গুগল টিভি ফিচার। এইচডিএমআই পোর্ট থাকছে ৩টি। ইউএসবি ২টি। ওয়াইফাই কানেকশন করা যায়। ভয়েস কন্ট্রোলের সুবিধাও রয়েছে।
advertisement
4/6
Samsung 108 cm (43 inches) D Series Crystal 4K Ultra HD Smart LED TV: স্যামসং ডি সিরিজের এই স্মার্ট টিভিতে ৪৩ ইঞ্চির স্ক্রিন রয়েছে। থাকছে 4K Ultra HD কোয়ালিটির রেজোলিউশন। এইচডিএমআই পোর্ট থাকছে ৩টি। ইউএসবি ২টি। ওয়াইফাই কানেকশন করা যায়। ভয়েস কন্ট্রোলের সুবিধাও রয়েছে।
advertisement
5/6
Xiaomi 108 cm (43 inches) A Pro 4K Dolby Vision Smart Google TV: ড্রয়িং রুমকে সিনেমা হলে বদলে দিতে চাইলে শাওমির এই টিভি কিনতেই হবে। এতে রয়েছে ৪৩ ইঞ্চির স্ক্রিন। থাকছে 4K Ultra HD কোয়ালিটির রেজোলিউশন। সঙ্গে থাকছে গুগল টিভি ফিচার। এইচডিএমআই পোর্ট থাকছে ৩টি। ইউএসবি ২টি। ওয়াইফাই কানেকশন করা যায়। ভয়েস কন্ট্রোলের সুবিধাও রয়েছে।
advertisement
6/6
Acer 100 cm (40 inches) I Pro Series Full HD Smart LED Google TV: প্রো সিরিজের ফুল এইচডি স্মার্ট ক্যাটেগরিতে এই টিভির জুড়ি নেই। ৪০ ইঞ্চির স্ক্রিন। ফুল এইচডি কোয়ালিটি। সঙ্গে থাকছে গুগল টিভি ফিচার। এইচডিএমআই পোর্ট থাকছে ৩টি। ইউএসবি ২টি। ওয়াইফাই কানেকশন করা যায়। ভয়েস কন্ট্রোলের সুবিধাও রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Amazon Great Indian Festival Sale: বাড়ি হবে সিনেমাহল! পুজোর আগেই ঘরে নিয়ে আসুন নতুন স্মার্ট টিভি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল