TRENDING:

Amazon Great Indian Festival 2024:অর্ধেকের কম দামে পুজোতে বাড়িতে নিয়ে আসুন নতুন টিভি, ফ্রিজ, মিলছে বিপুল ছাড়

Last Updated:
Amazon Great Indian Festival 2024 Sale: কম দামে সেরা জিনিস। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের এটাই মূল সুর। রকমারি প্রোডাক্ট, বিভিন্ন মডেল। শুধু পছন্দমতো বেছে নেওয়ার অপেক্ষা।
advertisement
1/6
অর্ধেকের কম দামে পুজোতে বাড়িতে নিয়ে আসুন নতুন টিভি, ফ্রিজ, মিলছে বিপুল ছাড়
ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়! হ্যাঁ, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল-এ মিলছে এমনই লোভনীয় ডিসকাউন্ট। পুজোর মুখে এলজি, স্যামসংয়ের মতো সেরা ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন দিয়ে ঘর সাজানোর এটাই সুযোগ।
advertisement
2/6
কম দামে সেরা জিনিস। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের এটাই মূল সুর। রকমারি প্রোডাক্ট, বিভিন্ন মডেল। শুধু পছন্দমতো বেছে নেওয়ার অপেক্ষা। সবেতেই বিপুল ডিসকাউন্ট। গ্রাহক কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারবেন? এখানে রইল তার তালিকা।
advertisement
3/6
টিভি: স্মার্ট টিভি, 4K আলট্রা এইচডি ডিসপ্লে বা বড় স্ক্রিন সব মিলছে। ব্র্যান্ড থাকছে স্যামসং, এলজি বা সোনি-র বড় কোম্পানির। টিভিগুলিতে রয়েছে অত্যাধুনিক ফিচার। ভয়েস কন্ট্রোল, বিল্ট-ইন স্ট্রিমিং অ্যাপ এবং দুর্দান্ত পিকচার কোয়ালিটি। ঘরে বসেই সিনেমা হলের মজা উপভোগ করতে পারবেন গ্রাহক। দামও কম।
advertisement
4/6
ওয়াশিং মেশিন: এলজি, স্যামসং, ওয়ার্লপুল, বোশের মতো সেরা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে ব্যাপক ডিসকাউন্টে। কোনওটা সম্পূর্ণ অটোমেটিক, কোনওটা সেমি অটোমেটিক, আবার কোনটা ফ্রন্ট লোডিং মেশিন। থাকছে স্মার্ট ফিচার। দ্রুত কাপড় কাচা থেকে শুরু করে ফ্যাব্রিকের যত্নও নেবে মেশিন। সঙ্গে বিদ্যুৎও বাঁচাবে।
advertisement
5/6
রেফ্রিজারেটর: ব্যাপক ডিসকাউন্টে ওয়ার্লপুল, স্যামসং, এলজি-এর মতো সেরা ব্র্যান্ডের রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে। এতে থাকছে ফ্রস্ট ফ্রি টেকনোলজি, কনভার্টিবল মোড এবং ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার। সাইড বাই সাইড ডিজাইন থেকে ডবল ডোর, গ্রাহক যেমন চাইবেন সেরকমই পাবেন।
advertisement
6/6
এয়ার কন্ডিশনার: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এলজি, ভোল্টাস এবং ডাইকিনের মতো সেরা ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার রয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার মডেল তো থাকছেই। পাশাপাশি বড় ঘরের জন্য সঠিক এয়ার কন্ডিশনারও বেছে নিতে পারবেন গ্রাহক। ১.৫ টন থেকে শুরু করে ৫ টন, সবরকম মিলবে। থাকছে দ্রুত কুলিং, লো নয়েজ এবং স্মার্ট কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার। গরমকালের কথা মাথায় রাখলে কম দামে এয়ার কন্ডিশনার কেনার জন্য এটাই আদর্শ সময়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Amazon Great Indian Festival 2024:অর্ধেকের কম দামে পুজোতে বাড়িতে নিয়ে আসুন নতুন টিভি, ফ্রিজ, মিলছে বিপুল ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল