Amazon Great Indian Festival 2023: পুজোর আগেই Amazon-এ সেল! কবে থেকে শুরু? কোন ব্র্যান্ডে কত ছাড়? এক নজরে জানুন সমস্ত খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Amazon Great Indian Festival 2023: এক নজরে দেখে নেওয়া যাক Amazon-এর Great Indian Festival Sale ২০২৩-এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/8

*ফ্লিপকার্টের The Big Billion Days Sale ২০২৩-এর পেজ লাইভ হওয়ার কয়েকদিন মধ্যেই Amazon-এর Great Indian Festival ২০২৩ সেলের পেজ লাইভ হয়ে গিয়েছে৷ সুতরাং ফ্লিপকার্টের The Big Billion Days Sale ২০২৩-এর মতোই খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে Amazon-এর Great Indian Festival Sale ২০২৩।
advertisement
2/8
*Amazon-র তরফে এখনও Great Indian Festival Sale ২০২৩-এর শুরু এবং শেষ হওয়ার তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু, শোনা যাচ্ছে যে Amazon-এর Great Indian Festival Sale ২০২৩ শুরু হতে পারে আগামী মাসেই অর্থাৎ ১০ অক্টোবর থেকে।
advertisement
3/8
*অ্যামাজনের প্রাইম সদস্যরা ৯ অক্টোবর রাত ১২টা থেকেই এই Great Indian Festival Sale ২০২৩-র সুবিধা গ্রহণ করতে পারবেন। কারণ অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য ২৪ ঘণ্টা আগেই তাদের সেল শুরু করে দেয়। এক নজরে দেখে নেওয়া যাক Amazon-এর Great Indian Festival Sale ২০২৩-এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
4/8
*Amazon-র Great Indian Festival Sale ২০২৩-এ গ্রাহকরা তাঁদের প্রাথমিক অর্ডারে বিনামূল্যে ডেলিভারি পাবে। ডেলিভারির সময় আইটেমগুলোর জন্য অর্থপ্রদানের নানা বিকল্প এবং সহজ রিটার্ন পলিসি পাবেন তাঁরা।
advertisement
5/8
*Amazon-এর Great Indian Festival Sale ২০২৩-এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে SBI ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলির মাধ্যমে কেনাকাটা করলে তাৎক্ষণিক ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে৷
advertisement
6/8
*গ্যাজেটস ৩৬০ অনুসারে স্মার্টফোন এবং এই সম্পর্কিত প্রোডাক্টে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে অ্যামাজন। এছাড়াও Amazon-এর Great Indian Festival Sale ২০২৩-এ ল্যাপটপ, স্মার্টফোন, হেডফোন এবং স্মার্ট টিভিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
advertisement
7/8
*ফায়ার টিভি এবং কিন্ডলের মতো অ্যালেক্সা-সক্ষম গ্যাজেটগুলির ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
advertisement
8/8
*Amazon-এর Great Indian Festival Sale ২০২৩-এ আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার থাকতে পারে। উৎসবের মরশুমের আগে ধামাকা অফার নিয়ে আসতে চলেছে Amazon-এর Great Indian Festival Sale ২০২৩।