TRENDING:

Amazon Great Indian Festival Sale 2023: ৮ অক্টোবর থেকে Amazon Great Indian Festival Sale, কোন ব্র্যান্ডের কোন জিনিসে কত ছাড়? আজই এক নজরে দেখে নিন

Last Updated:
Amazon Great Indian Festival Sale 2023: আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে Amazon Great Indian Festival Sale ২০২৩।
advertisement
1/10
৮ অক্টোবর থেকে Amazon Great Indian Festival, কোন ব্র্যান্ডের কোন জিনিসে কত ছাড়?
*৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে Amazon Great Indian Festival Sale ২০২৩। অ্যামাজন অফিসিয়ালি তাদের Great Indian Festival Sale-এর তারিখ ঘোষণা করেছে।
advertisement
2/10
*Amazon Great Indian Festival Sale-এ প্রাইম মেম্বাররা আগের দিন অর্থাৎ ৭ অক্টোবর মধ্যরাত থেকেই এই সেলের সুবিধা গ্রহণ করতে পারবেন। এক নজরে দেখে নিন এই সেলের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/10
*Amazon Great Indian Festival Sale ২০২৩-এ বিভিন্ন ধরনের প্রোডাক্টের ওপরে থাকতে পারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। মোবাইল ডিভাইস এবং অ্যাক্সেসরিজ, অ্যালেক্সা, ফায়ার টিভি, কিন্ডলে ডিভাইসে দেওয়া হবে ৫৫% পর্যন্ত ছাড়৷ রান্নাঘরের বিভিন্ন জিনিসের উপরে থাকতে চলেছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।
advertisement
4/10
*Amazon Great Indian Festival Sale ২০২৩-এ থাকতে চলেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। Amazon Great Indian Festival Sale ২০২৩-এ দেওয়া হতে চলেছে ক্যাশব্যাক অফার, কুপনের মাধ্যমে অফার, ব্যাঙ্ক অফার এবং তাৎক্ষণিক ছাড়।
advertisement
5/10
*প্রতিবারের মতো এ বারের Amazon Great Indian Festival Sale ২০২৩-এও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক দ্রব্যের উপরে থাকতে চলেছে ধামাকা অফার।
advertisement
6/10
*মোবাইল, অ্যালেক্সা, ফায়ার টিভি এবং কিন্ডলেতে ছাড়ের পাশাপাশি ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন, টিভিতে দেওয়া হতে পারে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়।
advertisement
7/10
*গ্রাহকরা Amazon Great Indian Festival Sale ২০২৩-এ বই, খেলনা ও সাজসজ্জার সামগ্রীর উপরে প্রায় ৮০ শতাংশ ছাড় পেতে পারে। সুতরাং Amazon Great Indian Festival Sale ২০২৩ হতে চলেছে কেনাকাটার সেরা ঠিকানা।
advertisement
8/10
*Amazon Great Indian Festival Sale ২০২৩ শুরু হবে ৮ অক্টোবর। এই সেলে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার থাকতে চলেছে। গ্রাহকরা SBI ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে তাৎক্ষনিক ১০% ডিসকাউন্ট পেতে পারেন।
advertisement
9/10
*Amazon Great Indian Festival Sale ২০২৩-এ থাকতে চলেছে বিভিন্ন ধরনের লোভনীয় অফার, যেমন - ওপেনিং ডিলস, কিকস্টার্টার ডিল এবং ব্লকবাস্টার ডিসকাউন্ট।
advertisement
10/10
*Amazon Great Indian Festival Sale ২০২৩-এ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অফার দেওয়া হতে চলেছে। গ্রাহকরা বিভিন্ন অফারের মাধ্যমে সবথেকে কম দামে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারবেন এই Amazon Great Indian Festival Sale ২০২৩ থেকে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Amazon Great Indian Festival Sale 2023: ৮ অক্টোবর থেকে Amazon Great Indian Festival Sale, কোন ব্র্যান্ডের কোন জিনিসে কত ছাড়? আজই এক নজরে দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল