TRENDING:

Airtel গ্রাহকদের জন্য সুখবর ! এবার যে কোনও নেটওয়ার্কে করুন আনলিমিটেড ফ্রি কল

Last Updated:
Airtel গ্রাহকদের জন্য সুখবর! FUP (ফেয়ার ইউসেজ পলিসি) চার্জ তুলে নিল কোম্পানি
advertisement
1/6
Airtel গ্রাহকদের জন্য সুখবর ! এবার যে কোনও নেটওয়ার্কে করুন আনলিমিটেড ফ্রি কল
Airtel গ্রাহকদের জন্য সুখবর! FUP (ফেয়ার ইউসেজ পলিসি) চার্জ তুলে নিল কোম্পানি । মানে এবার অন্য নেটওয়ার্কেও করা যাবে আনলিমিটেড ফ্রি কল।
advertisement
2/6
এই সপ্তাহের শুরুতেই Airtel নিজের ট্যারিফ প্ল্যানের বদল করেছিল। তাতে নিজের নেটওয়ার্ক ছেড়ে অন্য কোনও নেটওয়ার্কে ফোন করলে ৬ পয়সা প্রতি মিনিট দিটে হত। কিন্তু আজ, ৭ ডিসেম্বর কোম্পানি ট্যুইট করে জানিয়েছে যে ভারতের যে কোনও নেটওয়ার্কেই আনলিমিটেড কমিং-এর ফায়দা ওঠাতে পারবে।
advertisement
3/6
শুক্রবার রাতে Airtel ইন্ডিয়া ট্যুইট করে লিখেছে, আমরা আপনাদের কথা শুনেছি, তাই আমরা বদল করছি। কাল (৭ ডিসেম্বর) থেকে ভারতের যে কোনও নেটওয়ার্কে করুন আনলিমিটেড কল আমাদের আনলিমিটেড প্ল্যানের সাহায্যে।
advertisement
4/6
২১৯ টাকার প্ল্যান- এই প্ল্যানের সাহায্যে ইউজাররা ভারতের যে কোনও নেটওয়ার্কে করতে পারবে ফ্রি আনলিমিটেড কল। এছাড়াও এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ১জিবি করে ডেটা, দিনে ১০০টি এসএমএস। এই প্ল্যানটি ভ্যালিডিটি ২৮ দিনের। আরও রয়েছে Hello Tunes, Unlimited Wynk Music, Airtel Xtreme অ্যাপের বেনিফিট।
advertisement
5/6
৩৯৯ টাকার প্ল্যান - এই প্ল্যানের থকাছে আনলিমিটেড ফ্রি কলিং-এর সিবিধা। এছাড়াও থাকছে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, দিনে ১০০টি এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। অনান্য বেনিফিটের মধ্যে রয়েছে Hello Tunes, Unlimited Wynk Music, Airtel Xtreme অ্যাপ প্রিমিয়াম ।
advertisement
6/6
৪৯৯ টাকার প্ল্যান - এই প্ল্যানেও থকাছে আনলিমিটেড ফ্রি কলিং-এর সিবিধা। এছাড়াও ইউজারা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা আর দিনে ৯০টি করে এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। অনান্য বেনিফিটের মধ্যে রয়েছে Hello Tunes, Unlimited Wynk Music, Airtel Xtreme অ্যাপ প্রিমিয়াম ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel গ্রাহকদের জন্য সুখবর ! এবার যে কোনও নেটওয়ার্কে করুন আনলিমিটেড ফ্রি কল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল