TRENDING:

Airtel Recharge Offer: নতুন বছরেই মেগা অফারে রিচার্জ করে নিন ফোন, সস্তায় ধাঁসু অফার আনল এয়ারটেল

Last Updated:
Airtel Recharge Offer: সস্তায় এয়ারটেলের প্রিপেইড রিচার্জ করুন, কী কী সুবিধা পাবেন? রইল ২০২৫-এর সেরা প্ল্যানের তালিকা, অতিরিক্ত সুবিধা বলতে ওটিটি পরিষেবা এবং অ্যাপল মিউজিক। এছাড়া ইউজাররা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে ফ্রি হ্যালো টিউন সেট করার সুবিধাও পান।
advertisement
1/8
নতুন বছরেই মেগা অফারে রিচার্জ করে নিন ফোন, সস্তায় ধাঁসু অফার আনল এয়ারটেল
কয়েকদিন আগেই রিচার্জের দাম বাড়িয়েছে প্রায় সব টেলিকম সংস্থাই। নাজেহাল মধ্যবিত্ত। তবে এখনও এয়ারটেলের কিছু সস্তার প্ল্যান রয়েছে। ফোন এনবং নেট সুবিধা তো বটেই, পাশপাশি কিছু অতিরিক্ত সুবিধাও মেলে।  অতিরিক্ত সুবিধা বলতে ওটিটি পরিষেবা এবং অ্যাপল মিউজিক। এছাড়া ইউজাররা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে ফ্রি হ্যালো টিউন সেট করার সুবিধাও পান। এখানে রইল ২০২৫ সালে এয়ারটেলের সমস্ত প্রিপেইড রিচার্জ প্ল্যানের পূর্ণাঙ্গ তালিকা। গ্রাহকরা এর মধ্যে থেকে সুবিধা মতো প্ল্যান বেছে নিতে পারেন। Photo- Representative
advertisement
2/8
১৯৯ টাকার প্ল্যান: ২৮ দিনের মেয়াদ। সীমাহীন ফোন কল, প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০ এসএমএস ফ্রি। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে হ্যালো টিউন ও Wynk Music অ্যাক্সেস। ২ জিবি ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটার জন্য ৫০ পয়সা চার্জ করা হয়।
advertisement
3/8
২১৯ টাকার প্ল্যান: ৩০ দিনের মেয়াদ। এতে পাওয়া যাচ্ছে সীমাহীন কলিং, ৩ জিবি ডেটা, এবং মোট ৩০০টি এসএমএস (প্রতিদিন সর্বাধিক ১০০)। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে হ্যালো টিউন এবং Wynk Music।
advertisement
4/8
২৪৯ টাকার প্ল্যান: ২৪ দিনের মেয়াদ। প্রতিদিন ১ জিবি ৪জি ডেটা এবং সীমাহীন কলিং পাচ্ছেন গ্রাহক। সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস। ফোন ও মেসেজের প্রয়োজন মেটাতে যথেষ্ট।২৯৯ টাকার প্ল্যান: ২৮ দিনের মেয়াদ। প্রতিদিন ১ জিবি হাই-স্পিড ডেটা এবং সীমাহীন কলিংয়ের সুবিধা পাচ্ছেন গ্রাহক। সঙ্গে প্রতিদিন ১০০ এসএমএস।
advertisement
5/8
৩৪৯ টাকার প্ল্যান: ২৮ দিনের মেয়াদ। প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাচ্ছে। নিয়মিত স্ট্রিমিং, ব্রাউজিং, বা অনলাইন কাজের জন্য উপযুক্ত। এছাড়া সীমাহীন কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধাও পাচ্ছেন গ্রাহক।৩৭৯ টাকার প্ল্যান: এক মাসের মেয়াদ। প্রতিদিন ২ জিবি ডেটা, সীমাহীন কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএস করতে পারবেন গ্রাহক। এয়ারটেল ৫জি-এর সবচেয়ে সস্তা প্ল্যান এটা।
advertisement
6/8
৪২৯ টাকার প্ল্যান: এক মাসের মেয়াদ। প্রতিদিন ২.৫ জিবি ৪জি ডেটা পাচ্ছেন গ্রাহক। সঙ্গে মিলছে সীমাহীন স্থানীয়, এসটিডি এবং রোমিং কলিংয়ের সুবিধা।৪৪৯ টাকার প্ল্যান: ২৮ দিনের মেয়াদ। প্রতিদিন ৩ জিবি দেওয়া হচ্ছে। এতে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম অ্যাক্সেস পাচ্ছেন গ্রাহক, যা ২২টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিচ্ছে।
advertisement
7/8
৫৭৯ টাকার প্ল্যান: ৫৬ দিনের মেয়াদ। প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং সীমাহীন কলিংয়ের সুবিধা মিলছে। সবচেয়ে বড় কথা, একবার রিচার্জ করলে দুই মাসের জন্য নিশ্চিন্তি।৮৩৮ টাকার প্ল্যান: ৫৬ দিনের মেয়াদ। প্রতিদিন ৩ জিবি ৪জি ডেটা এবং সীমাহীন ৫জি ডেটা পাচ্ছেন গ্রাহক। সঙ্গে এই মেয়াদে অ্যামাজন প্রাইম সদস্যপদও।
advertisement
8/8
১,১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি ৮৪ দিনের। প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা এবং সীমাহীন ৫জি ডেটা দেওয়া হচ্ছে। সঙ্গে অ্যামাজন প্রাইমের সদস্যপদ।৩,৯৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ এক বছর। প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়া সীমাহীন কলিং সুবিধা এবং ডিজনি+হটস্টার মোবাইলের বার্ষিক সাবস্ক্রিপশনও পেয়ে যাচ্ছেন গ্রাহক।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel Recharge Offer: নতুন বছরেই মেগা অফারে রিচার্জ করে নিন ফোন, সস্তায় ধাঁসু অফার আনল এয়ারটেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল