TRENDING:

Airtel Recharge: এয়ারটেলের সিম আপনার? রিচার্জ-এর খরচ বাড়ল গ্রাহকদের, ভারতে সব থেকে জনপ্রিয় রিচার্জ প্ল্যান তুলে নিল আচমকা

Last Updated:
Airtel Recharge Pack: এবার থেকে এয়ারটেলের নতুন ১৯৯ টাকার প্ল্যান তাদের সবচেয়ে কম দামের প্রিপেড রিচার্জ। এই প্ল্যানে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ এসএমএস, ২ জিবি ডেটা (২৮ দিন)। ডেটা শেষ হলে প্রতি MB-এর খরচ পড়বে ৫০ পয়সা।
advertisement
1/6
এয়ারটেলের সিম আপনার? রিচার্জ-এর খরচ বাড়ল গ্রাহকদের, জনপ্রিয় রিচার্জ প্যাক বন্ধ
চুপিসারে রিচার্জ তালিকায় বড় পরিবর্তন করে ফেলল এয়ারটেল। ভারতী এয়ারটেল বন্ধ করে দিল একটি রিচার্জ প্ল্যান।
advertisement
2/6
খুবই জনপ্রিয় ছিল সেই রিচার্জ প্ল্যান। বর্ষীয়ান নাগরিক, প্রত্যন্ত গ্রামের মানুষ, যে সব ইউজারদের এয়ারটেলের সিমটি দ্বিতীয়, তাঁরা এই প্ল্যান-এ স্বচ্ছন্দ ছিলেন। ফলে অনেকেরই এই প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধা হবে। পকেটে পড়বে বাড়তি চাপ।
advertisement
3/6
১৮৯ টাকার ভয়েস-অনলি প্রিপেড প্ল্যান ভারতে বন্ধ করে দিল এয়ারটেল। এখন তাদের ন্যূনতম রিচার্জ প্ল্যানের অঙ্কটা দাঁড়িয়েছে ১৯৯ টাকা। ১৮৯ টাকার প্ল্যানে পাওয়া যেত আনলিমিটেড ভয়েস কলিং, ২৮ দিনের বৈধতা, নির্দিষ্ট সংখ্যক ফ্রি এসএমএস।
advertisement
4/6
এবার থেকে এয়ারটেলের নতুন ১৯৯ টাকার প্ল্যান তাদের সবচেয়ে কম দামের প্রিপেড রিচার্জ। এই প্ল্যানে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ এসএমএস, ২ জিবি ডেটা (২৮ দিন)। ডেটা শেষ হলে প্রতি MB-এর খরচ পড়বে ৫০ পয়সা।
advertisement
5/6
১৮৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল কেন? কোনও কারণের কথাই সংস্থার তরফে জানানো হয়নি। তবে এয়ারটেলের ট্র্যাক রেকর্ড বলছে, এই পদক্ষেপ প্রথম নয়। তারা বরাবর ভয়েস অনলি প্ল্যান থেকে ডেটা প্যাকে বেশি নজর দিয়ে এসেছে।
advertisement
6/6
বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছে, অদূর ভবিষ্যতে ভারতের বাজার থেকে ভয়েস অনলি প্ল্যান সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। শুধু ফোন কল ও এসএমএসের জন্য সিম রাখেন যাঁরা, তাঁরা হয়তো সমস্যায় পড়তে পারেন। ভয়েস কলও এখন অনেকাংশে ডেটা-ভিত্তিক হয়েছে। ফলে সংস্থাগুলি সেদিকেই ফোকাস করছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel Recharge: এয়ারটেলের সিম আপনার? রিচার্জ-এর খরচ বাড়ল গ্রাহকদের, ভারতে সব থেকে জনপ্রিয় রিচার্জ প্ল্যান তুলে নিল আচমকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল