স্বাধীনতা দিবস উপলক্ষে ধামাকা অফার ! গ্রাহকদের বিনামূল্যে ১০০০ জিবি ডেটা দিচ্ছে Airtel
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই অফারটি সীমিত সময়ের জন্য আর শুধুমাত্র airtel xstreme fiber plan গ্রাহকদের জন্য
advertisement
1/4

স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির হল Airtel। এয়ারটেল এক্সট্রিমফাইবার গ্রাহকদের ১০০০ জিবি অতিরিক্ত দেয়াত দিচ্ছে। শুক্রবার কোম্পানি জানিয়েছে যে এই অফারটি সীমিত সময়ের জন্য আর শুধুমাত্র airtel xstreme fiber plan গ্রাহকদের জন্য।
advertisement
2/4
কোম্পানির ৭৯৯ টাকার প্ল্যানের ওপরও এই অফার পাবেন। এই প্ল্যানে আপনি ডেটার সাথে অতিরিক্ত ১২ মাসের Amazon Prime membership ও Wynk Music এর সাবস্ক্রিপশন পাবেন।
advertisement
3/4
এয়ারটেল এটাও জানিয়েছে যে এই অফারটি দিল্লি, মুম্বই আর বেঙ্গালুরু-সহ সেই সব বড় শহরগুলিতে উপলব্ধ হবে যেখানে এয়ারটেল এক্সট্রিমফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে। তবে আনলিমিটেড ডেটা এবং প্রিপেইড ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে এই সুবিধাটি পাওয়া যাবে না।
advertisement
4/4
সম্প্রতি গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি হাই স্পিড ডেটা, ইনকামিং এবং আউটগোয়িং কল করার সুযোগ দিচ্ছে Airtel। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই অফারটি গ্রাহকদের ৩ দিন ট্রায়ালের জন্য দিচ্ছে। এই অফাররটি সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা তাদের এয়ারটেল নম্বরগুলি রিচার্জ করেনি।