TRENDING:

Airtel Recharge Plan: Airtel-এর এই ৫টি প্ল্যানগুলিতে প্রতিদিন ২ জিবি ডেটা, সঙ্গে ফ্রি OTT সাবস্ক্রিপশন! জেনে নিন কোন রিচার্জে লাভবান হবেন আপনি

Last Updated:
প্রতিদিন ২ জিবি ডেটা চান? Airtel-এর সাশ্রয়ী ও আকর্ষণীয় রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জানুন। এই প্ল্যানগুলিতে কলিং, এসএমএস ও ওটিটি সাবস্ক্রিপশনও পাওয়া যায়।
advertisement
1/7
Airtel-এর এই ৫টি প্ল্যানগুলিতে প্রতিদিন ২ জিবি ডেটা, সঙ্গে ফ্রি OTT সাবস্ক্রিপশন
যাঁরা সারা দিন ধরে ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য দৈনিক ১ জিবি ডেটা একেবারেই পর্যাপ্ত হয় না। তবে টেলিকম কোম্পানিগুলি কিছু প্ল্যান অফার করে, যেখানে দৈনিক ২ জিবি অথবা ৩ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। আজকের প্রতিবেদনে আমরা Airtel-এর কিছু প্ল্যানের বিষয়ে আলোচনা করে নেব।
advertisement
2/7
আসলে গ্রাহকদের জন্য এহেন একাধিক প্ল্যান অফার করে Airtel। যেখানে ২ জিবি করে দৈনিক ডেটা প্রদান করা হয়। গ্রাহক নিজের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী সঠিক প্ল্যান বেছে নিতে পারেন। এই নিয়ে আমরা কিছু রিচার্জ প্ল্যানের হদিশ দেব, যা গ্রাহকদের জন্য ভাল বিকল্প হয়ে উঠতে পারে
advertisement
3/7
এই সমস্ত প্ল্যানের আওতায় দৈনিক আরও ডেটা পেতে পারেন গ্রাহকরা। কিন্তু সেই সঙ্গে ফ্রি কলিং, SMS এবং OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও এক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে।
advertisement
4/7
এই তালিকায় থাকা সবথেকে ছোট প্ল্যানটির মূল্য হল ৩৭৯ টাকা। যার ভ্যালিডিটি হল ২৮ দিনের। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি SMS-এর সুবিধা পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি Wynk Music, Apollo 24/7 এবং HelloTune-এর মতো পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
advertisement
5/7
আর যাঁরা লম্বা ভ্যালিডিটির কোনও প্ল্যান চাইছেন, তাঁরা বেছে নিতে পারেন ৬৪৯ টাকার প্ল্যানটি। এর ভ্যালিডিটি ৫৬ দিনের। এই প্ল্যানে দৈনিক ২ জিবি করে ডেটা প্রদান করা হয় গ্রাহকদের। আবার ৯৭৯ টাকা এবং ১০২৯ টাকার দুটি প্ল্যান রয়েছে। যার ভ্যালিডিটি ৮৪ দিনের। উভয় প্ল্যানের সাহায্যে গ্রাহকরা বিভিন্ন OTT প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন। যার মধ্যে অন্যতম হল Disney + Hotstar, Xstream Play, Wynk এবং Apollo 24/7।
advertisement
6/7
যাঁরা সারা বছর ধরে রিচার্জ করার ঝঞ্ঝাটে পড়তে না চান, তাঁদের জন্য উপযোগী বলে প্রমাণিত হতে পারে ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান। এর ভ্যালিডিটি ৩৬৫ দিনের। এতে দৈনিক ২ জিবি করে ডেটা প্রদান করা হয় গ্রাহকদের। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে কলিং এবং OTT সাবস্ক্রিপশন।
advertisement
7/7
আসলে যে সমস্ত ব্যবহারকারী সারা দিন ধরে ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন এবং OTT কন্টেন্ট উপভোগ করতে চান, Airtel-এর এই দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান তাঁদের জন্য সেরা বলে প্রমাণিত হতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel Recharge Plan: Airtel-এর এই ৫টি প্ল্যানগুলিতে প্রতিদিন ২ জিবি ডেটা, সঙ্গে ফ্রি OTT সাবস্ক্রিপশন! জেনে নিন কোন রিচার্জে লাভবান হবেন আপনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল