Airtel-এর এই দুই প্ল্যানে ফারাক মাত্র ১ টাকা! কিন্তু সুবিধায় একটি অনেক এগিয়ে — জানুন কোনটি সবচেয়ে বেস্ট!
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Airtel-এর এই নতুন ৩৯৯ টাকার প্ল্যানটি ভারতের সমস্ত টেলিকম সার্কেলে (জম্মু ও কাশ্মীর বাদে) পাওয়া যাচ্ছে। দেখে নেওয়া যাক এতে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।
advertisement
1/8

বাজার যখন প্রতিযোগিতার, তখন গ্রাহককে অন্যদের চেয়ে বেশি সুবিধা দিতেই হবে! যে কোনও ক্ষেত্র এই মনোভাব নিয়েই লড়াই করে চলে। টেলিকম সেক্টরও তার ব্যতিক্রম নয়। সেই জন্য়ই রিলায়েন্স জিও হোক বা ভারতী এয়ারটেল হোক বা ভোডাফোন আইডিয়া হোক বা ভারত সঞ্চার নিগম লিমিটেড, সংক্ষেপে বিএসএনএল- নিত্য নতুন সব প্ল্যান বাজারে নিয়ে এসে গ্রাহকসংখ্যা বাড়িয়ে তোলার লক্ষ্যে কাজ করে যায়। বেশিরভাগক্ষেত্রেই এদের একটার সঙ্গে অন্য প্ল্যানের দামের তফাত হয় খুব কম, সেই কারণটা বোঝা যায়! তবে, একই সংস্থার নানা প্ল্যানের মধ্যে খুবই অল্প দামের তফাতও কিন্তু থাকে।
advertisement
2/8
এই এবারেই যেমন টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল তার কোটি কোটি ব্যবহারকারীদের জন্য একটি নতুন এবং দুর্দান্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই নতুন প্ল্যানটি মাত্র ৩৯৯ টাকায় বাজারে এসেছে। এতে ব্যবহারকারীরা ২৮ দিনের ভ্যালিডিটি, সীমাহীন কলিং, দৈনিক ডেটা এবং সীমাহীন 5G অ্যাক্সেসের মতো সুবিধা পাচ্ছেন।
advertisement
3/8
বিশেষ বিষয় হল এই প্ল্যানটি এখনও পর্যন্ত চালু ভারতী এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানের তুলনায় মাত্র ১ টাকা বেশি ব্যয়বহুল, তবে এতে 14GB অতিরিক্ত ডেটা পাওয়া যাচ্ছে।
advertisement
4/8
এয়ারটেলের এই নতুন ৩৯৯ টাকার প্ল্যানটি ভারতের সমস্ত টেলিকম সার্কেলে (জম্মু ও কাশ্মীর বাদে) পাওয়া যাচ্ছে। দেখে নেওয়া যাক এতে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।
advertisement
5/8
এই প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড লোকাল এবং এসটিডি ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এর পাশাপাশি, প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা এবং ১০০টি বিনামূল্যে এসএমএস দেওয়া হচ্ছে। কোম্পানি এই প্ল্যানের সঙ্গে ২৮ দিনের জন্য বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশনও দিচ্ছে। বিশেষ বিষয় হল এই প্ল্যান আনলিমিটেড ৫জি ডেটা সাপোর্ট করে, যা ব্যবহারকারীদের দ্রুত এবং উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা প্রদান করবে।
advertisement
6/8
পুরনো ৩৯৮ টাকার প্ল্যানের সঙ্গে এর পার্থক্য কী? এয়ারটেল ইতিমধ্যেই ৩৯৮ টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধা দিচ্ছিল যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০টি এসএমএস এবং হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যেত।
advertisement
7/8
কিন্তু নতুন ৩৯৯ টাকার প্ল্যানের দাম এর থেকে মাত্র ১ টাকা বেশি এবং এটি প্রতিদিন ৫১২ এমবি অতিরিক্ত ডেটা অফার করে। এর মানে হল এক মাসে মোট ১৪ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।
advertisement
8/8
জানিয়ে রাখা উচিত হবে যে, TRAI-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এয়ারটেলের ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৩৬ কোটিরও বেশি। অন্য দিকে, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল-এর মতো টেলিকম অপারেটররা মে মাসে বড় ধাক্কা খেয়েছে। বিএসএনএল ১.৩৫ লক্ষ ব্যবহারকারী হারিয়েছে এবং ভোডাফোন আইডিয়া ২.৭৪ লক্ষেরও বেশি ব্যবহারকারী হারিয়েছে।