TRENDING:

airtel Prepaid: গ্রাহকদের বিরাট ধাক্কা লাগতে চলেছে? ফের এয়ারটেল প্রিপেড পরিষেবার দাম বৃদ্ধির সম্ভাবনা

Last Updated:
airtel Tafiff Plans|Airtel all tariff Plans|airtel recharge Plans|airtel 4G network|airtel internet pack|airtel unlimited packs|airtel SMS pack|airtel data pack|Business: সমস্ত প্রিপেইড রিচার্জের দাম বাড়াচ্ছে এয়ারটেল ৷ এমনই ইঙ্গিত দিয়েছে সংস্থার পক্ষ থেকে
advertisement
1/7
গ্রাহকদের বিরাট ধাক্কা লাগতে চলেছে? ফের এয়ারটেল প্রিপেড পরিষেবার দাম বৃদ্ধি!
মাস দেড়েক আগেই এয়ারটেল (airtel Prepaid plans may hike) সহ দেশের অন্যান্য সংস্থার মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ট্যারিফের দাম বাড়িয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
ফের একবার এয়ারটেল সমস্ত রিচার্চ প্ল্যানের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তত এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে ৷ ২০০ টাকা পর্যন্ত প্ল্যানের দাম বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
তবে এর জন্য গ্রাহকদের ধাক্কা লাগলেও কোনও ব্যাপার নয় ৷ ভারতী এয়ারটেলের পক্ষ থেকে বুধবার ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশিত হয়েছে (Airtel Q3 Results) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
সমস্ত ট্যারিফের দাম বৃদ্ধি ও গুগলের বিনিয়োগ (Google Investment In Airtel)-এর গুরুত্বপূর্ণ যোগদান আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
এই ত্রৈমাসিকের অন্তর্গত সংস্থার আয় ১২.৬ শতাংশ বেড়ে ২৯,৮৬৭ কোটি টাকা হয়েছে ৷ যেখানে গত বছরের ত্রৈমাসিকে ছিল ২৬,৫১৮ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
এয়ারটেলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ফের বাড়তে পারে রিচার্জ প্ল্যানের দাম ৷ এখন এটাই দেখার সংস্থার পক্ষ থেকে ফাইনালি কী সিদ্ধান্ত নেয় এবং কবে নেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ২-৪ মাসের মধ্যে যদি এয়ারটেলের ট্যারিফের দাম না বাড়ে তাহলে বছরে শেষের দিকে দাম বৃদ্ধি অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
airtel Prepaid: গ্রাহকদের বিরাট ধাক্কা লাগতে চলেছে? ফের এয়ারটেল প্রিপেড পরিষেবার দাম বৃদ্ধির সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল