Airtel Prepaid Plan: আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির Airtel, মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা-সহ হটস্টার ফ্রি
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Airtel Prepaid Plan: ৩৯৮ টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করল এয়ারটেল, মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা, সঙ্গে আরও অনেক সুবিধা
advertisement
1/8

নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করল ভারতী এয়ারটেল। দাম ৩৯৮ টাকা। যে সব গ্রাহকরা প্রিমিয়াম বিনোদন এবং হাই স্পিড ইন্টারনেট চান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্ল্যান বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
advertisement
2/8
ইতিমধ্যেই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, ওয়েবসাইট এবং রিটেইল আউটলেটগুলিতে নয়া প্রিপেইড রিচার্জ প্ল্যান চলে এসেছে। এয়ারটেলের প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স জিও-ও ইউজারদের জন্য নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। এখানে রইল যাবতীয় তথ্য।
advertisement
3/8
এয়ারটেলের ৩৯৮ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান: এয়ারটেলের নতুন ৩৯৮ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সঙ্গে ইউজাররা পাচ্ছেন ২৮ দিনের হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন। লাইভ স্পোর্টস, মুভি এবং জনপ্রিয় ওয়েব সিরিজ দেখা যাবে।
advertisement
4/8
তবে হটস্টারের মোবাইল প্ল্যান শুধুমাত্র একটা মোবাইলেই পাওয়া যাবে। অন্য আর কোনও ডিভাইসে এই প্ল্যাটফর্মের সুবিধা মিলবে না। কারণ এই প্ল্যান শুধুমাত্র একটি ডিভাইসেই স্ক্রিন টাইম অ্যাক্সেস দেয়। পাশাপাশি এতে বিজ্ঞাপনও চলবে। উল্লেখ্য, হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন নিতে চাইলে ৩ মাসের জন্য খরচ করতে হবে ১৪৯ টাকা। আর ৪৯৯ টাকায় মিলবে এক বছরের সাবস্ক্রিপশন।
advertisement
5/8
এর পাশাপাশি, এয়ারটেলের নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা পাবেন ইউজার। প্রতিদিন ২ জিবি ৫জি ডেটা মিলবে। সঙ্গে দৈনিক ১০০ এসএমএস পাঠানোও যাবে। এর মেয়াদ ২৮ দিন। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় একমাস চলে যাবে।
advertisement
6/8
নিউ ইয়ার ওয়েলকাম প্রিপেইড প্ল্যান ঘোষণা করেছে রিলায়েন্স জিও: নতুন বছরের জন্য নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান নামে নয়া প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। এই প্ল্যানের দাম ২০২৫ টাকা। নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে।
advertisement
7/8
নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানের মেয়াদ ২০০ দিনের। এতে গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড কলিং, মোট ৫০০ জিবি-এর হাই স্পিড ৪জি ডেটা (প্রতিদিন ২.৫ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে) এবং আনলিমিটেড ৫ জি ডেটা অ্যাক্সেস।
advertisement
8/8
এখানেই শেষ নয়। এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড এসএমএস-এর সুবিধা পাবেন গ্রাহক। সঙ্গে জিওসুইট অ্যাপ যেমন জিওটিভি এবং জিও সিনেমার বিনামূল্যে অ্যাক্সেসও হাতে চলে আসবে। ২০২৪-এর ১১ ডিসেম্বর থেকে প্ল্যান চালু করেছে জিও। মিলবে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত। মাই জিও অ্যাপ এবং জিও ওয়েবসাইট থেকে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন গ্রাহক।