TRENDING:

Airtel: এসে গেল Airtel-র সবথেকে সস্তা প্ল্যান, ৩০ টাকার কমে ১.৫ জিবি ডেটা, ফ্রি কল

Last Updated:
৩০ টাকারও কম দামে মিলছে ১.৫ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে
advertisement
1/5
এসে গেল Airtel-র সবথেকে সস্তা প্ল্যান, ৩০ টাকার কমে ১.৫ জিবি ডেটা, ফ্রি কল
উৎসবের মরশুম তো এসেই গেল! গ্রাহকদের জন্য একাধিক প্ল্যান আনছে Airtel। আর উৎসব উপলক্ষে ওই টেলিকম সংস্থা আনছে একাধিক বিশেষ প্ল্যান। যা গ্রাহকদের মনে নিঃসন্দেহে পুলক জাগাবে। কারণ এই প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকদের পকেটের উপর একেবারেই চাপ পড়বে না। কারণ এই প্ল্যানগুলির মূল্য খুবই সস্তা।
advertisement
2/5
এবার নিজেদের তালিকায় এক নতুন প্ল্যান সংযোজন করল Airtel। মাত্র ২৬ টাকা মূল্য এই প্ল্যানটির। এর আওতায় গ্রাহকরা পাবেন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা। আর নিজেদের Data Pack তালিকায় এই প্ল্যান যোগ করেছে সংশ্লিষ্ট সংস্থা। যদিও এই প্ল্যানের ভ্যালিডিটি নিয়ে অবশ্য একটু নিরাশ হতে পারেন গ্রাহকরা। কারণ এটির বৈধতা বা ভ্যালিডিটি মাত্র ১ দিন।
advertisement
3/5
ব্যবহারকারীদের সামনে বিদ্যমান Truly Unlimited প্ল্যানের সঙ্গে এই Airtel প্ল্যানটি নির্বাচন করার বিকল্প রয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, গ্রাহকরা এতে ফ্রি কলিংয়ের সুবিধাও পাবেন। মূলত যাঁদের জরুরিকালীন অবস্থায় ডেটার প্রয়োজন, তাঁদের জন্যই এই প্ল্যান চালু করেছে Airtel।
advertisement
4/5
Airtel-এর ডেটা প্ল্যানের তালিকায় আরও একটি প্ল্যান আনা হয়েছে। যেটির মূল্য মাত্র ২২ টাকা। এই প্ল্যানে দেওয়া হচ্ছে ১ জিবি ডেটা। নতুন এবং বিদ্যমান প্ল্যানের সঙ্গে এর ভ্যালিডিটিও মাত্র ১ দিনই। এছাড়াও রয়েছে ৩৩ টাকা মূল্যের আরও একটি প্ল্যান। যার মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবেন ২ জিবি ডেটা। এর পরবর্তী প্ল্যানটির দাম আবার ৪৯ টাকা। যা থেকে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ডেটা।
advertisement
5/5
এক্সটেন্ডেড ভ্যালিটিডি-সহ আলাদা আলাদা ডেটা প্ল্যান এমনিতেই দিয়ে থাকে Airtel। এই সংস্থার ৭৭ টাকার প্ল্যানে মেলে ৫ জিবি ডেটা। আবার ১২১ টাকার প্ল্যান থেকে পাওয়া যায় ৬ জিবি ডেটা। আর বলে রাখা ভাল যে, গ্রাহকের একজিস্টিং বা বিদ্যমান প্ল্যানের ভ্যালিডিটি যতদিন থাকে, এই ডেটা প্যাকগুলিও অ্যাক্টিভ থাকে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel: এসে গেল Airtel-র সবথেকে সস্তা প্ল্যান, ৩০ টাকার কমে ১.৫ জিবি ডেটা, ফ্রি কল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল